নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম তাওসিফ জাওয়াদ আহমেদ (২৫)। গত মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে আর বাসায় ফেরেননি তিনি। তবে ব্যাংক থেকে তিনি ২৫ হাজার টাকা উত্তোলন করেছিলেন বলে জানা গেছে।
স্বজনেরা থানায়, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরের দিন নিখোঁজ তাওসিফের বড় বোন তানজিনা আহমেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানা-পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি, পিবিআইকে বিষয়টি অবহিত করেছে তাঁর পরিবার। তবে পাঁচ দিন হয়ে গেলেও কোনো সংস্থাই নিখোঁজের সন্ধান দিতে পারেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তাওসিফ তাঁর পরিবারের সঙ্গে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের ৮১/১ নম্বর বাসায় থাকতেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বসুন্ধরা থেকে ২০২০ সালে পড়াশোনা শেষ করেন। চলতি মাসের ৩ তারিখে শিক্ষা প্রযুক্তিবিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘শিখো’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। বাসা থেকে প্রতিদিন নিজের মোটরসাইকেলে বনানী অফিসে যাওয়া-আসা করতেন।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে অফিস শেষে রামপুরার বাসায় ফেরেন তাওসিফ। বাইক রেখে টাকা তোলার উদ্দেশে বাসার কাছাকাছি সিটি ব্যাংকের বুথে যান। এরপর ১০টা থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় পরিবার।
নিখোঁজ তাওসিফের বাবা আলতাফ উদ্দিন আহমেদ জানান, তাঁরা স্বামী-স্ত্রী ও ছেলে তাওসিফ ওই বাসায় থাকেন। তাওসিফ অবিবাহিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। তারা চেষ্টা করছে। তবে এখনো ছেলের সন্ধান দিতে পারেনি।
এরই মাঝে এক ব্যক্তি কল করে জানায়, তাওসিফ তাদের কাছে আছে। দেড় লাখ টাকা দিলে তাঁকে ফেরত দেবে। এ সময় তাওসিফের সঙ্গে কথা বলিয়ে দিতে বললে ওই ব্যক্তি সেটি পারেনি।
আলতাফ উদ্দিন আরও বলেন, ‘ঘটনার পর আমরা ওই বুথের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। কর্মকর্তা যাচাই-বাছাই করে দেখেছেন, তাওসিফ বুথ থেকে টাকা উত্তোলন করেছেন।’
কারও সঙ্গে তাওসিফের শত্রুতা নেই জানিয়ে তিনি বলেন, ‘ছেলে কোথায় আছে, কীভাবে আছে জানি না। নতুন প্রতারক চক্রের খপ্পরেও পড়তে পারে। নাকে-মুখে স্প্রে ছিটিয়ে হয়তো কোনো চক্র তাকে নিয়ে গেছে। কেননা, কিছুদিন আগে ওখানকার এক ব্যক্তি এ রকম চক্রের খপ্পরে পড়েছিল। পর তাকে ঢাকার বাইরের থেকে উদ্ধার করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে আলতাফ উদ্দিন বলেন, ‘আমার ছেলের এমন কোনো আচরণ দেখে মনে হয়নি সে বিপথগামী হবে। ভিআইপি লোকের ছেলে-মেয়েরা তার বন্ধু-বান্ধব। তাদের সঙ্গে তাওসিফের ওঠা-বসা। এমন কোনো লক্ষণ তার বন্ধু-বান্ধবরাও দেখেনি। কারও সঙ্গে এ রকম কিছু শেয়ারও করেনি।’
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন বলেন, ‘বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাঁর ব্যবহৃত সব ডিভাইস বন্ধ। আমাদের থানাধীন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিখোঁজ তাওসিফ স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন। তিনি অপহৃত হয়েছে বলেও এখন পর্যন্ত মনে হয়নি। বিষয়টি সিনিয়র স্যাররাও গুরুত্ব সহকারে দেখছেন।’
তাওসিফের সন্ধানে কাজ করছে—এমন একটি সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরপর বুথ থেকে টাকা উত্তোলন করেন তাওসিফ। এরপর বুথ বরাবর রাস্তা পার হন। রাস্তার ডিভাইডার পর্যন্ত তাঁর ফোন চালু ছিল। এর পর থেকে তাঁর অবস্থান শনাক্ত করা যায়নি।

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম তাওসিফ জাওয়াদ আহমেদ (২৫)। গত মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে আর বাসায় ফেরেননি তিনি। তবে ব্যাংক থেকে তিনি ২৫ হাজার টাকা উত্তোলন করেছিলেন বলে জানা গেছে।
স্বজনেরা থানায়, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরের দিন নিখোঁজ তাওসিফের বড় বোন তানজিনা আহমেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানা-পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি, পিবিআইকে বিষয়টি অবহিত করেছে তাঁর পরিবার। তবে পাঁচ দিন হয়ে গেলেও কোনো সংস্থাই নিখোঁজের সন্ধান দিতে পারেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তাওসিফ তাঁর পরিবারের সঙ্গে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের ৮১/১ নম্বর বাসায় থাকতেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বসুন্ধরা থেকে ২০২০ সালে পড়াশোনা শেষ করেন। চলতি মাসের ৩ তারিখে শিক্ষা প্রযুক্তিবিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘শিখো’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। বাসা থেকে প্রতিদিন নিজের মোটরসাইকেলে বনানী অফিসে যাওয়া-আসা করতেন।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে অফিস শেষে রামপুরার বাসায় ফেরেন তাওসিফ। বাইক রেখে টাকা তোলার উদ্দেশে বাসার কাছাকাছি সিটি ব্যাংকের বুথে যান। এরপর ১০টা থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় পরিবার।
নিখোঁজ তাওসিফের বাবা আলতাফ উদ্দিন আহমেদ জানান, তাঁরা স্বামী-স্ত্রী ও ছেলে তাওসিফ ওই বাসায় থাকেন। তাওসিফ অবিবাহিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। তারা চেষ্টা করছে। তবে এখনো ছেলের সন্ধান দিতে পারেনি।
এরই মাঝে এক ব্যক্তি কল করে জানায়, তাওসিফ তাদের কাছে আছে। দেড় লাখ টাকা দিলে তাঁকে ফেরত দেবে। এ সময় তাওসিফের সঙ্গে কথা বলিয়ে দিতে বললে ওই ব্যক্তি সেটি পারেনি।
আলতাফ উদ্দিন আরও বলেন, ‘ঘটনার পর আমরা ওই বুথের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। কর্মকর্তা যাচাই-বাছাই করে দেখেছেন, তাওসিফ বুথ থেকে টাকা উত্তোলন করেছেন।’
কারও সঙ্গে তাওসিফের শত্রুতা নেই জানিয়ে তিনি বলেন, ‘ছেলে কোথায় আছে, কীভাবে আছে জানি না। নতুন প্রতারক চক্রের খপ্পরেও পড়তে পারে। নাকে-মুখে স্প্রে ছিটিয়ে হয়তো কোনো চক্র তাকে নিয়ে গেছে। কেননা, কিছুদিন আগে ওখানকার এক ব্যক্তি এ রকম চক্রের খপ্পরে পড়েছিল। পর তাকে ঢাকার বাইরের থেকে উদ্ধার করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে আলতাফ উদ্দিন বলেন, ‘আমার ছেলের এমন কোনো আচরণ দেখে মনে হয়নি সে বিপথগামী হবে। ভিআইপি লোকের ছেলে-মেয়েরা তার বন্ধু-বান্ধব। তাদের সঙ্গে তাওসিফের ওঠা-বসা। এমন কোনো লক্ষণ তার বন্ধু-বান্ধবরাও দেখেনি। কারও সঙ্গে এ রকম কিছু শেয়ারও করেনি।’
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন বলেন, ‘বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাঁর ব্যবহৃত সব ডিভাইস বন্ধ। আমাদের থানাধীন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিখোঁজ তাওসিফ স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন। তিনি অপহৃত হয়েছে বলেও এখন পর্যন্ত মনে হয়নি। বিষয়টি সিনিয়র স্যাররাও গুরুত্ব সহকারে দেখছেন।’
তাওসিফের সন্ধানে কাজ করছে—এমন একটি সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরপর বুথ থেকে টাকা উত্তোলন করেন তাওসিফ। এরপর বুথ বরাবর রাস্তা পার হন। রাস্তার ডিভাইডার পর্যন্ত তাঁর ফোন চালু ছিল। এর পর থেকে তাঁর অবস্থান শনাক্ত করা যায়নি।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
২ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
২ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে