Ajker Patrika

রূপগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
বালু নদীতে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ তোলার কার্যক্রম চালাচ্ছে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীতে ডুবে নিখোঁজ হওয়া সৃজন সাহার (২০) মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে খিলক্ষেত থানার পাতিরা এলাকার পিডিএল ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগে অধ্যয়নরত ছিলেন।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, গত রোববার দুপুরে পরিবারের সঙ্গে সৃজন সাহা রূপগঞ্জের ইছাপুরা এলাকায় নানার শ্রাদ্ধানুষ্ঠানে আসেন। বিকেল সাড়ে ৫টার দিকে বালু নদীতে গোসল করতে নামেন তিনি। তার ছোট ভাই সূর্য্য সাহা গোসলের দৃশ্য ভিডিও করছিলেন। সাঁতরে নদীর মাঝামাঝি স্থানে গেলে হঠাৎ প্রবল স্রোতে তলিয়ে যান সৃজন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

দীর্ঘ ৩৮ ঘণ্টা পর মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত