নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়ানগর এলাকার ধানখেতে ১০ বছর বয়সী শিশু রিমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
গতকাল রোববার সোনারগাঁয়ের নয়ানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-ইমন মিয়া (১৭), মো. আল-আমিন (৩৫), মো. আনোয়ার হোসেন বাবু (২৫) এবং মো. মানিক মিয়া (৪২)।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল ভুক্তভোগী মো. জুনায়েদ হাছান রিমন বন্ধুদের সঙ্গে খেলাধুলার জন্য বাসা থেকে বের হয়। তারপর থেকে রিমন আর বাসায় ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন ১৭ এপ্রিল সকালে নয়ানগর এলাকার একটি ধান খেতে রিমনের মরদেহ পাওয়া যায়। পরে রিমনের পিতা বাদী হয়ে ১৭ এপ্রিল সোনারগাঁ থানায় মামলা (৪০) দায়ের করেন। পিবিআই নারায়ণগঞ্জ গত ২৩ এপ্রিল মামলাটি গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম আরেও জানান, হত্যাকাণ্ডের ২ দিন আগে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামি আল-আমিনের ভাইয়ের ছেলের সঙ্গে ভুক্তভোগী জুনায়েদের (রিমন) সঙ্গে ঢিল ছোড়াকে কেন্দ্র করে বিবাদ হয়। ওই বিবাদ একপর্যায়ে অনেক বড় পর্যায়ে চলে যায়। ঘটনার আগের দিনদুপুরে গ্রেপ্তারকৃত আসামি আল-আমিন এবং তাঁর ভাই আরেক আসামি আনোয়ার হোসেন বাবু শিশু ইমন (১৭) কে এক হাজার টাকার প্রলোভনে ভুক্তভোগী রিমনকে খেলার ছলে খানিকটা দূরে ধানখেতের আইলে নিয়ে যায়।
সেখানে পূর্ব থেকেই অপেক্ষায় থাকা আসামি আল-আমিন এবং তাঁর ভাই আরেক আসামি আনোয়ার হোসেন বাবু অবস্থান করছিল। ভুক্তভোগী রিমন তাদের কাছাকাছি আসলেই আসামি আল-আমিন গামছা দিয়ে রিমনের মুখ চেপে ধরেন। এ সময় অপ্রাপ্তবয়স্ক আসামি ইমনের হাতে থাকা চাকু নিয়ে রিমনের গলায় উপর্যুপরি আঘাত করে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে