Ajker Patrika

সেবা দিতে দেরি হওয়ায় চিকিৎসকসহ ৪ জনের ওপর হামলার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৪, ১২: ৪১
সেবা দিতে দেরি হওয়ায় চিকিৎসকসহ ৪ জনের ওপর হামলার অভিযোগ

মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাসেবা দিতে দেরি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকসহ চারজনের ওপর হামলা করার অভিযোগ উঠেছে এক রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

আটকেরা হলেন মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের হৃদয় জমাদ্দার (২৪) ও ঝাউদি এলাকার রিফাত ইসলাম (২৪)। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘হাসপাতালে চিকিৎসক ও স্টাফদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে থানায় নিয়ে এসেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার হাজির হাওলা গ্রামের সাইফুল জমাদ্দার (২২) জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। এ সময় অন্য কাজ থাকায় ব্যবস্থাপত্রে নাম লিখতে দেরি করেন ওয়ার্ডবয় সামচুর রহমান (৫৫)। এতে সাইফুলের সঙ্গে থাকা তাঁর ভাই হৃদয় জমাদ্দার ও তাঁদের লোকজন ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগের চিকিৎসক সালমান চৌধুরীর ওপর হামলা চালান। 

হাসপাতাল ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, চিকিৎসক সালমানকে রক্ষা করতে স্টাফরা এগিয়ে আসেন। এ সময় ওয়ার্ডবয় সামচুর রহমান (৩০), ট্রলিবয় হালান ব্যাপারী (২৮) ও আকাশ সরদারকে (২০) পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে হৃদয় জমাদ্দার ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এতে আহত চারজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ হৃদয় ও রিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত