প্রতিনিধি, গুলশান-বাড্ডা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছেন, ‘আজ রাত ১২টার মধ্যে ডিএনসিসি এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।’ আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর ভাটারা সাইদনগরে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ ঘোষণা দেন মেয়র।
ঈদের দিন সকালেই প্রায় ৯৫ শতাংশ মানুষ কোরবানি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাত ১২টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।
মেয়র বলেন, 'আমার যেসব ওয়ার্ড কাউন্সিলররা সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে পারবে তাঁদের পুরস্কার দেওয়া হবে।'
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক আজকের পত্রিকাকে জানান, আমার ওয়ার্ডে বেলা ৩টার মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গনি তাপস আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে তাঁর ওয়ার্ডে প্রায় ৮০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দুপুর ২টার পর পুরো উদ্যমে বর্জ্য অপসারণে কাজ শুরু করে দিয়েছেন নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা।
বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আসন্ন ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বমোট ১১ হাজার ৫শ ৮ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত রয়েছে বলেও জানান আতিক। কোরবানির পশুর বর্জ্য অপসারণে গুলশানের নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো-০২৫৮৮১৪২২০,০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪।
এ ছাড়া সবার ঢাকা এপসের মাধ্যমেও কোরবানির বর্জ্য অপসারণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করার অনুরোধ করেন মেয়র আতিকুল। এ সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণের পর হাটের বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছেন, ‘আজ রাত ১২টার মধ্যে ডিএনসিসি এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।’ আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর ভাটারা সাইদনগরে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ ঘোষণা দেন মেয়র।
ঈদের দিন সকালেই প্রায় ৯৫ শতাংশ মানুষ কোরবানি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাত ১২টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।
মেয়র বলেন, 'আমার যেসব ওয়ার্ড কাউন্সিলররা সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে পারবে তাঁদের পুরস্কার দেওয়া হবে।'
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক আজকের পত্রিকাকে জানান, আমার ওয়ার্ডে বেলা ৩টার মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গনি তাপস আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে তাঁর ওয়ার্ডে প্রায় ৮০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দুপুর ২টার পর পুরো উদ্যমে বর্জ্য অপসারণে কাজ শুরু করে দিয়েছেন নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা।
বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আসন্ন ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বমোট ১১ হাজার ৫শ ৮ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত রয়েছে বলেও জানান আতিক। কোরবানির পশুর বর্জ্য অপসারণে গুলশানের নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো-০২৫৮৮১৪২২০,০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪।
এ ছাড়া সবার ঢাকা এপসের মাধ্যমেও কোরবানির বর্জ্য অপসারণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করার অনুরোধ করেন মেয়র আতিকুল। এ সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণের পর হাটের বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪১ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে