ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছেন, ‘আজ রাত ১২টার মধ্যে ডিএনসিসি এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।’ আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর ভাটারা সাইদনগরে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ ঘোষণা দেন মেয়র।
ঈদের দিন সকালেই প্রায় ৯৫ শতাংশ মানুষ কোরবানি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাত ১২টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।
মেয়র বলেন, 'আমার যেসব ওয়ার্ড কাউন্সিলররা সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে পারবে তাঁদের পুরস্কার দেওয়া হবে।'
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক আজকের পত্রিকাকে জানান, আমার ওয়ার্ডে বেলা ৩টার মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গনি তাপস আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে তাঁর ওয়ার্ডে প্রায় ৮০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দুপুর ২টার পর পুরো উদ্যমে বর্জ্য অপসারণে কাজ শুরু করে দিয়েছেন নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা।
বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আসন্ন ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বমোট ১১ হাজার ৫শ ৮ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত রয়েছে বলেও জানান আতিক। কোরবানির পশুর বর্জ্য অপসারণে গুলশানের নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো-০২৫৮৮১৪২২০,০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪।
এ ছাড়া সবার ঢাকা এপসের মাধ্যমেও কোরবানির বর্জ্য অপসারণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করার অনুরোধ করেন মেয়র আতিকুল। এ সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণের পর হাটের বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে