নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সপ্তাহের প্রথম কর্মদিবসে নগরীতে দেখা দিয়েছে তীব্র যানজট। যানজটে দীর্ঘ সময় রাস্তায় বসে থাকতে হচ্ছে মানুষকে। একদিকে তীব্র যানজট আরেকদিকে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষেরা।
আজ রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এ অবস্থা দেখা গেছে। ফার্মগেট থেকে মহাখালী, বিমানবন্দর থেকে গাজীপুরগামী পরিবহনগুলোকে বিমানবন্দর এলাকায় যানজটে আটকে থাকতে হয় দীর্ঘ সময়। এ ছাড়া রাজধানীর রামপুরা, বাড্ডা, কুড়িলসহ আশপাশের এলাকার সড়কগুলোতেও ছিল যানজট।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির সমাবেশ থাকায় এ এলাকাতেও তীব্র যানজট দেখা গেছে। প্রেসক্লাব থেকে পল্টন হয়ে ফকিরাপুল পর্যন্ত একদম রাস্তা বন্ধ হয়ে আছে। একইভাবে পল্টন থেকে জিপিও মোড় হয়ে মতিঝিল এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সড়কেও সৃষ্টি হয়েছে যানজট।
বাস চালকেরা জানান, এই সড়কগুলোতে যানজট এমনিতেও থাকে। তবে আজকে বিএনপির সমাবেশের কারণে জট একটু বেশি।
সুপ্রিম কোর্টের সামনে বাস চালক রবিউল জানান, এক ঘণ্টারও বেশি সময় এক জায়গায় আটকে আছি। প্রেসক্লাবে সমাবেশের কারণে গাড়িগুলো বামে যাইতে পারছে না। তাই নিরুপায় হয়ে এখানে বসে আছি।
এদিকে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরাও। বেসরকারি চাকরি করেন হুমাইরা আক্তার। শাহবাগ থেকে এসেছেন বনানী। তিনি জানান, সকালে ৯টায় গাড়িতে উঠেছেন, যানজটের কবলে গাড়ির গতি কমেছে। ফলে অফিসে প্রায় ১ ঘণ্টা দেরিতে আসতে হয়েছে। দুই ঘণ্টা বাসে বসে থাকার পরে দশটার দিকে সে তার অফিসে পৌঁছেছে।
যানজটে অতিষ্ঠ নগরবাসীর অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তেজগাঁও এলাকার মো. আজিজ নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জানান, কয়েক দিন ধরে রাস্তায় যানজট বাড়ছে। সে জন্য অফিসে যেতে দেরি হচ্ছে। আজও রাস্তায় প্রচন্ড যানজট। গাড়ি চলেই না। তাই অনেকটা পথ হেঁটেই অফিসে যেতে হচ্ছে।
যানজটের কারণ জানতে চাইলে পল্টন মোড়ে কর্মরত ট্রাফিক সার্জেন্ট কাওসার টিটু আজকের পত্রিকা’কে বলেন, ‘ঢাকায় ত এমনিতেই প্রচুর যানজট থাকে। তার ওপর বিভিন্ন জায়গায় রাজনৈতিক সভা সমাবেশের কারণে তা আরও বাড়ছে।’

সপ্তাহের প্রথম কর্মদিবসে নগরীতে দেখা দিয়েছে তীব্র যানজট। যানজটে দীর্ঘ সময় রাস্তায় বসে থাকতে হচ্ছে মানুষকে। একদিকে তীব্র যানজট আরেকদিকে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষেরা।
আজ রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এ অবস্থা দেখা গেছে। ফার্মগেট থেকে মহাখালী, বিমানবন্দর থেকে গাজীপুরগামী পরিবহনগুলোকে বিমানবন্দর এলাকায় যানজটে আটকে থাকতে হয় দীর্ঘ সময়। এ ছাড়া রাজধানীর রামপুরা, বাড্ডা, কুড়িলসহ আশপাশের এলাকার সড়কগুলোতেও ছিল যানজট।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির সমাবেশ থাকায় এ এলাকাতেও তীব্র যানজট দেখা গেছে। প্রেসক্লাব থেকে পল্টন হয়ে ফকিরাপুল পর্যন্ত একদম রাস্তা বন্ধ হয়ে আছে। একইভাবে পল্টন থেকে জিপিও মোড় হয়ে মতিঝিল এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সড়কেও সৃষ্টি হয়েছে যানজট।
বাস চালকেরা জানান, এই সড়কগুলোতে যানজট এমনিতেও থাকে। তবে আজকে বিএনপির সমাবেশের কারণে জট একটু বেশি।
সুপ্রিম কোর্টের সামনে বাস চালক রবিউল জানান, এক ঘণ্টারও বেশি সময় এক জায়গায় আটকে আছি। প্রেসক্লাবে সমাবেশের কারণে গাড়িগুলো বামে যাইতে পারছে না। তাই নিরুপায় হয়ে এখানে বসে আছি।
এদিকে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরাও। বেসরকারি চাকরি করেন হুমাইরা আক্তার। শাহবাগ থেকে এসেছেন বনানী। তিনি জানান, সকালে ৯টায় গাড়িতে উঠেছেন, যানজটের কবলে গাড়ির গতি কমেছে। ফলে অফিসে প্রায় ১ ঘণ্টা দেরিতে আসতে হয়েছে। দুই ঘণ্টা বাসে বসে থাকার পরে দশটার দিকে সে তার অফিসে পৌঁছেছে।
যানজটে অতিষ্ঠ নগরবাসীর অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তেজগাঁও এলাকার মো. আজিজ নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জানান, কয়েক দিন ধরে রাস্তায় যানজট বাড়ছে। সে জন্য অফিসে যেতে দেরি হচ্ছে। আজও রাস্তায় প্রচন্ড যানজট। গাড়ি চলেই না। তাই অনেকটা পথ হেঁটেই অফিসে যেতে হচ্ছে।
যানজটের কারণ জানতে চাইলে পল্টন মোড়ে কর্মরত ট্রাফিক সার্জেন্ট কাওসার টিটু আজকের পত্রিকা’কে বলেন, ‘ঢাকায় ত এমনিতেই প্রচুর যানজট থাকে। তার ওপর বিভিন্ন জায়গায় রাজনৈতিক সভা সমাবেশের কারণে তা আরও বাড়ছে।’

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
২৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে