নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান ২ এর পিংক সিটির ১০৩ নম্বর রোডের ৩৮ /এ ছয় তলা ভবনের দোতলায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসার ভেতরে থাকা সাতজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এসি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনসহ আটটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের জোন-৩ এর উপসহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, 'সকাল ১১টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা ইউনিটসহ আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি তদন্ত করে বলা যাবে। আর কতজন আহত হয়েছে আমরা সঠিক এই তথ্য দিতে পারিনি। তবে স্থানীয় কয়েকজন জানিয়েছেন সাতজন আহত হয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।'
সাইফুজ্জামান আরও বলেন, 'এই ভবনটি পুরোটাই আবাসিক। আগুনের ঘটনায় দোতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন দোতলায় আটকে রাখতে পেরেছি তাই অন্য ফ্লরগুলো কম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৩৮ /এ নম্বর ভবনের দোতলার উত্তর দিকে থাকা একটি এসি বিস্ফোরিত হয়ে ছিটকে রাস্তায় এসে পড়ে। এতে বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। ভবনের বাহির দিকে থাকা বিভিন্ন ফ্লরে একাধিক এসি রয়েছে। আগুনের কারণে অধিকাংশ এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক নিজেই চালাচ্ছিলেন। গাড়িটির মালিক এমএম মাহফুজুল হক আজকের পত্রিকাকে বলেন, 'আমি ভবনের সামনে গাড়িটি পার্কিং করি। পাশের সিটি ব্যাংকে একটি কাজে যাবো বলে একটু সামনে আসার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি সুস্থ আছি। তবে গাড়ির দরজা ও গ্লাস ভেঙে গেছে।'
স্থানীয়রা জানান, এসি বিস্ফোরণের ঘটনায় দোতলার বাসিন্দা রফিকুল ইসলাম ও তার স্ত্রী, এক সন্তান ও কাজের মেয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। রফিকের বাসায় তার স্ত্রী, দুই ছেলে ও একজন কাজের মেয়ে ছিলেন।

রাজধানীর গুলশান ২ এর পিংক সিটির ১০৩ নম্বর রোডের ৩৮ /এ ছয় তলা ভবনের দোতলায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসার ভেতরে থাকা সাতজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এসি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনসহ আটটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের জোন-৩ এর উপসহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, 'সকাল ১১টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা ইউনিটসহ আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি তদন্ত করে বলা যাবে। আর কতজন আহত হয়েছে আমরা সঠিক এই তথ্য দিতে পারিনি। তবে স্থানীয় কয়েকজন জানিয়েছেন সাতজন আহত হয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।'
সাইফুজ্জামান আরও বলেন, 'এই ভবনটি পুরোটাই আবাসিক। আগুনের ঘটনায় দোতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন দোতলায় আটকে রাখতে পেরেছি তাই অন্য ফ্লরগুলো কম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৩৮ /এ নম্বর ভবনের দোতলার উত্তর দিকে থাকা একটি এসি বিস্ফোরিত হয়ে ছিটকে রাস্তায় এসে পড়ে। এতে বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। ভবনের বাহির দিকে থাকা বিভিন্ন ফ্লরে একাধিক এসি রয়েছে। আগুনের কারণে অধিকাংশ এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক নিজেই চালাচ্ছিলেন। গাড়িটির মালিক এমএম মাহফুজুল হক আজকের পত্রিকাকে বলেন, 'আমি ভবনের সামনে গাড়িটি পার্কিং করি। পাশের সিটি ব্যাংকে একটি কাজে যাবো বলে একটু সামনে আসার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি সুস্থ আছি। তবে গাড়ির দরজা ও গ্লাস ভেঙে গেছে।'
স্থানীয়রা জানান, এসি বিস্ফোরণের ঘটনায় দোতলার বাসিন্দা রফিকুল ইসলাম ও তার স্ত্রী, এক সন্তান ও কাজের মেয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। রফিকের বাসায় তার স্ত্রী, দুই ছেলে ও একজন কাজের মেয়ে ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে