Ajker Patrika

ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলচালক নিহত

ফরিদপুর প্রতিনিধি
ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলচালক নিহত
বাসের চাকায় চাপা পড়া মোটসাইকেলটি। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল খাঁন (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন।

আজ বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সদরের মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল খাঁন ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খাঁনের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের যাত্রীবাহী বাস মডেল মসজিদের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বিল্লাল খাঁন মারা যান। এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা দুই আরোহী হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)।

আহত ব্যক্তিদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মামুন আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত