নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবরোধের সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা বলেছেন, জনগণের বুকে গুলি করে কখনো ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না। অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা।
আজ বুধবার দুপুরে পল্টনের মেহেরবা প্লাজা থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পল্টন, প্রেসক্লাব ঘুরে আবার মেহেরবা প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সরকার নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিতভাবে পুলিশ সদস্য, সাংবাদিকদের ওপর হামলা করে, আগুন দিয়ে বিরোধী দলের আন্দোলন ক্র্যাকডাউন করতে চেয়েছে। নিজেরাই এগুলো করে তারা বিএনপির মহাসচিবসহ অসংখ্য বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে। গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলা করছে।’
গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন শ্রমিকের বেতন বৃদ্ধির দাবিতেও গুলি করে হত্যা করছে পুলিশ। হত্যা করে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না।’
ভোট ডাকাত সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না জানিয়ে সাকি বলেন, ‘দেশের জনগণ আর একতরফা নির্বাচন করতে দেবে না। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। শান্তিপূর্ণ অবরোধ চলছে, যদি গুলি চলে তাহলে গণ-অভ্যুত্থান করে আপনাদের ক্ষমতাচ্যুত করা হবে।’
সভাপতির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই হায়েনা সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র। যেকোনো সময় এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি বাহিনী যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছে, তেমনি এই সরকার মানুষকে গুলি করে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্তু কোনো শাসক মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারে না। আগামীর কর্মসূচি এমন কঠিন হবে যে সরকার পালানোর পথ পাবে না।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।

অবরোধের সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা বলেছেন, জনগণের বুকে গুলি করে কখনো ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না। অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা।
আজ বুধবার দুপুরে পল্টনের মেহেরবা প্লাজা থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পল্টন, প্রেসক্লাব ঘুরে আবার মেহেরবা প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সরকার নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিতভাবে পুলিশ সদস্য, সাংবাদিকদের ওপর হামলা করে, আগুন দিয়ে বিরোধী দলের আন্দোলন ক্র্যাকডাউন করতে চেয়েছে। নিজেরাই এগুলো করে তারা বিএনপির মহাসচিবসহ অসংখ্য বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে। গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলা করছে।’
গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন শ্রমিকের বেতন বৃদ্ধির দাবিতেও গুলি করে হত্যা করছে পুলিশ। হত্যা করে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না।’
ভোট ডাকাত সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না জানিয়ে সাকি বলেন, ‘দেশের জনগণ আর একতরফা নির্বাচন করতে দেবে না। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। শান্তিপূর্ণ অবরোধ চলছে, যদি গুলি চলে তাহলে গণ-অভ্যুত্থান করে আপনাদের ক্ষমতাচ্যুত করা হবে।’
সভাপতির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই হায়েনা সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র। যেকোনো সময় এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি বাহিনী যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছে, তেমনি এই সরকার মানুষকে গুলি করে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্তু কোনো শাসক মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারে না। আগামীর কর্মসূচি এমন কঠিন হবে যে সরকার পালানোর পথ পাবে না।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪৪ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে