রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় ঘাট এলাকায় আটকা পড়ে শতাধিক যানবাহন। এতে শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকাল ৭টায় ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশা আচ্ছন্ন ফেরি ঘাট এলাকা। মধ্যে রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীর দুর্ভোগের পড়েন। বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা।
সাতক্ষীরা থেকে আসা যাত্রী সামসুল আলম বলেন, ‘রাত পৌনে ১টায় ঘাটে এসেছি। কুয়াশার কারণে এ সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে ঘাটেই অপেক্ষায় আছি। শীতের মধ্যে সারা রাত অনেক কষ্ট হয়েছে।’
আরেক যাত্রী অনন্যা চৌধুরী বলেন, ‘জরুরি কাজে ঢাকাতে যেতে হবে। ভোরে ভাইয়ার সঙ্গে বাইকে রওনা দিয়েছি। ঘাটে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। এখন সকাল ৯টা বাজলেও কুয়াশা কাটেনি।’
বাস চালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৮টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটে এসে জানতে পারি কুয়াশায় ফেরি চলাচল বন্ধ।’
বেনাপোল থেকে আসা ট্রাকচালক কামরুল ইসলাম বলেন, ‘রাত ২টা থেকে ফেরিতে বসে আছি। শীতের মধ্যে কষ্ট হচ্ছে। সারা রাত ঘুমাতে পারিনি।’
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যেই মাঝ রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকছে। আজও রাত দুইটা থেকে কুয়ার ঘনত্ব বেড়ে গেলে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
মো. সালাহউদ্দিন আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে সকাল সারে ৯টায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় ঘাট এলাকায় আটকা পড়ে শতাধিক যানবাহন। এতে শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকাল ৭টায় ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশা আচ্ছন্ন ফেরি ঘাট এলাকা। মধ্যে রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীর দুর্ভোগের পড়েন। বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা।
সাতক্ষীরা থেকে আসা যাত্রী সামসুল আলম বলেন, ‘রাত পৌনে ১টায় ঘাটে এসেছি। কুয়াশার কারণে এ সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে ঘাটেই অপেক্ষায় আছি। শীতের মধ্যে সারা রাত অনেক কষ্ট হয়েছে।’
আরেক যাত্রী অনন্যা চৌধুরী বলেন, ‘জরুরি কাজে ঢাকাতে যেতে হবে। ভোরে ভাইয়ার সঙ্গে বাইকে রওনা দিয়েছি। ঘাটে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। এখন সকাল ৯টা বাজলেও কুয়াশা কাটেনি।’
বাস চালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৮টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটে এসে জানতে পারি কুয়াশায় ফেরি চলাচল বন্ধ।’
বেনাপোল থেকে আসা ট্রাকচালক কামরুল ইসলাম বলেন, ‘রাত ২টা থেকে ফেরিতে বসে আছি। শীতের মধ্যে কষ্ট হচ্ছে। সারা রাত ঘুমাতে পারিনি।’
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যেই মাঝ রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকছে। আজও রাত দুইটা থেকে কুয়ার ঘনত্ব বেড়ে গেলে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
মো. সালাহউদ্দিন আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে সকাল সারে ৯টায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে