সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বর থেকে সখীপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ এ স্মারকলিপি পেশ করে। ইউএনও আবদুল্লাহ আল রনী স্মারকলিপিটি গ্রহণ করে সড়কটি দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা নেবেন বলে ছাত্রীদের আশ্বাস দিয়েছেন।
কলেজের ছাত্রী সংসদের ভিপি সোনিয়া আক্তার জানান, সখীপুর পৌর শহরের প্রাণকেন্দ্র তালতলা চত্বর থেকে কলেজ পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার সড়ক। ওই দেড় কিলোমিটার সড়কের মধ্যে মহিলা কলেজ ছাড়াও দুটি কলেজ, একটি বালিকা উচ্চবিদ্যালয় ও তিনটি কিন্ডারগার্টেন রয়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষ যাতায়াত করে। সড়কের উত্তরা মোড় ও বাগানচালা এলাকায় অসংখ্য খানাখন্দে ভরা। ফলে ওই সড়কে যাতায়াতকারীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থী মিম আক্তার বলেন, কলেজে আসা-যাওয়ার পথে প্রতিদিনই শিক্ষার্থীদের পরনের কাপড় কাদা-পানিতে নষ্ট হচ্ছে।

এ বিষয়ে অধ্যক্ষ এম এ রউফ বলেন, মাত্র দেড় কিলোমিটার সড়কে কমপক্ষে ৫০টি ছোট-বড় গর্ত রয়েছে। ওই সড়কে অসংখ্য মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা, অটো ভ্যান, পিকআপ ও ট্রাক চলাচল করে। এসব যানবাহনের চাকা গর্তে পড়ে প্রতিদিনই কোনো না কোনো শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হচ্ছে।
সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম হোসাইন বলেন, ‘এ সড়কের কথা কী বলব, এটা আসলে কোনো সড়ক না, এটা হচ্ছে নরক। আমরাও ভেবেছি ওই সড়ক সংস্কারে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করব।’
ইউএনও কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় কলেজের গভর্নিং বডির সদস্য উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, অধ্যক্ষ এম এ রউফ, মেধাভিত্তিক ছাত্রী সংসদের ভিপি সোনিয়া আক্তার, জিএস মৌমিতা তাসরিন হাদিয়া, ক্রীড়া সম্পাদক ফারিয়া, ইংরেজি বিষয়ের প্রভাষক জীবন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বর থেকে সখীপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ এ স্মারকলিপি পেশ করে। ইউএনও আবদুল্লাহ আল রনী স্মারকলিপিটি গ্রহণ করে সড়কটি দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা নেবেন বলে ছাত্রীদের আশ্বাস দিয়েছেন।
কলেজের ছাত্রী সংসদের ভিপি সোনিয়া আক্তার জানান, সখীপুর পৌর শহরের প্রাণকেন্দ্র তালতলা চত্বর থেকে কলেজ পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার সড়ক। ওই দেড় কিলোমিটার সড়কের মধ্যে মহিলা কলেজ ছাড়াও দুটি কলেজ, একটি বালিকা উচ্চবিদ্যালয় ও তিনটি কিন্ডারগার্টেন রয়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষ যাতায়াত করে। সড়কের উত্তরা মোড় ও বাগানচালা এলাকায় অসংখ্য খানাখন্দে ভরা। ফলে ওই সড়কে যাতায়াতকারীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থী মিম আক্তার বলেন, কলেজে আসা-যাওয়ার পথে প্রতিদিনই শিক্ষার্থীদের পরনের কাপড় কাদা-পানিতে নষ্ট হচ্ছে।

এ বিষয়ে অধ্যক্ষ এম এ রউফ বলেন, মাত্র দেড় কিলোমিটার সড়কে কমপক্ষে ৫০টি ছোট-বড় গর্ত রয়েছে। ওই সড়কে অসংখ্য মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা, অটো ভ্যান, পিকআপ ও ট্রাক চলাচল করে। এসব যানবাহনের চাকা গর্তে পড়ে প্রতিদিনই কোনো না কোনো শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হচ্ছে।
সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম হোসাইন বলেন, ‘এ সড়কের কথা কী বলব, এটা আসলে কোনো সড়ক না, এটা হচ্ছে নরক। আমরাও ভেবেছি ওই সড়ক সংস্কারে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করব।’
ইউএনও কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় কলেজের গভর্নিং বডির সদস্য উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, অধ্যক্ষ এম এ রউফ, মেধাভিত্তিক ছাত্রী সংসদের ভিপি সোনিয়া আক্তার, জিএস মৌমিতা তাসরিন হাদিয়া, ক্রীড়া সম্পাদক ফারিয়া, ইংরেজি বিষয়ের প্রভাষক জীবন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে