নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলার ১৪ আসামিকে খুঁজে পায়নি পুলিশ। গ্রেপ্তারের জন্য উল্লেখিত ঠিকানায় গিয়ে আসামিদের কাউকেই খুঁজে পায়নি পুলিশ। তবে তাঁরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য ইমিগ্রেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইজিপির পক্ষ থেকে বুধবার হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘আমরা প্রতিবেদন পেয়েছি। এটি বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে জমা দেওয়া হবে। মোট ১৭ আসামির মধ্যে এরশাদ আলীসহ তিনজন কারাগারে রয়েছেন।’
এর আগে এই মামলায় আগাম জামিন নিতে গেলে মূল আসামি এরশাদ আলীকে গত ১৭ মে পুলিশের হাতে তুলে দেন হাইকোর্ট। অর্থ আত্মসাতের ঘটনায় গত বছরের ৮ জুন মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), যাতে এরশাদসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, পদ্মা সেতু প্রজেক্টের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের নাম করে ছয়টি ভুয়া কার্যাদেশ এবং সাতটি ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এবি ব্যাংকের কাকরাইল শাখা থেকে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করেন এরশাদ আলীসহ আসামিরা।
জানা যায়, একসময় রাজশাহীতে রিকশা চালাতেন এরশাদ আলী। পরে রিকশা ছেড়ে শুরু করেন বালুর ব্যবসা। ধীরে ধীরে পাথর, রড ও সিমেন্টের ব্যবসায় নামেন তিনি। নামসর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে হাতিয়ে নেন অন্তত ৫০০ কোটি টাকা, যার অনুসন্ধান করছে দুদক।

এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলার ১৪ আসামিকে খুঁজে পায়নি পুলিশ। গ্রেপ্তারের জন্য উল্লেখিত ঠিকানায় গিয়ে আসামিদের কাউকেই খুঁজে পায়নি পুলিশ। তবে তাঁরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য ইমিগ্রেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইজিপির পক্ষ থেকে বুধবার হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘আমরা প্রতিবেদন পেয়েছি। এটি বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে জমা দেওয়া হবে। মোট ১৭ আসামির মধ্যে এরশাদ আলীসহ তিনজন কারাগারে রয়েছেন।’
এর আগে এই মামলায় আগাম জামিন নিতে গেলে মূল আসামি এরশাদ আলীকে গত ১৭ মে পুলিশের হাতে তুলে দেন হাইকোর্ট। অর্থ আত্মসাতের ঘটনায় গত বছরের ৮ জুন মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), যাতে এরশাদসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, পদ্মা সেতু প্রজেক্টের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের নাম করে ছয়টি ভুয়া কার্যাদেশ এবং সাতটি ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এবি ব্যাংকের কাকরাইল শাখা থেকে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করেন এরশাদ আলীসহ আসামিরা।
জানা যায়, একসময় রাজশাহীতে রিকশা চালাতেন এরশাদ আলী। পরে রিকশা ছেড়ে শুরু করেন বালুর ব্যবসা। ধীরে ধীরে পাথর, রড ও সিমেন্টের ব্যবসায় নামেন তিনি। নামসর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে হাতিয়ে নেন অন্তত ৫০০ কোটি টাকা, যার অনুসন্ধান করছে দুদক।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪২ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগে