নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের ছোড়া গুলিতে রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে তারাব পৌরসভার বরপা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত বাবুর্চির নাম বিল্লাল হোসেন (৫১)। তিনি সংঘর্ষে জড়ানো যুবলীগ নেতার পারিবারিক মালিকানাধীন রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। সংঘর্ষে আরও চারজন আহত হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষকে কেন্দ্র পৌর যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বায়েজিত সাউদ ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এক পর্যায় গোলাগুলি শুরু হলে পুরো তারাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
ঘটনার বিবরণ দিয়ে বায়েজিদ সাউদের চাচাতো ভাই ইউসুফ সাউদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে পৌর ছাত্রলীগের সদস্য রিফাতের সঙ্গে একটি মাইক্রোবাসের ধাক্কা লাগে। রিফাত সেই চালককে নামিয়ে বেধড়ক মারধর করে। এ নিয়ে বিকেলে বিচার বসে বায়েজিদ সাউদ ও রিফাতের লোকজন। সেখানে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পৌর ছাত্রলীগ কর্মী রিফাত, সিফাত বিষয়টি উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ রিয়াজকে জানায়। রিয়াজের জন্য অপেক্ষা করতে বায়েজিদ সাউদ ও তাঁর অনুসারীরা প্রিন্স রেস্তোরাঁয় অবস্থান নিলে হঠাৎ রিয়াজের নেতৃত্বে রেস্তোরাঁয় আক্রমণ চালায় ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় গোলাগুলি শুরু করলে রেস্তোরাঁর বাবুর্চি বিল্লাল গুলিবিদ্ধ হন। আহত হয় আফজাল, আশরাফুল, কামাল, মাসুদ। বিল্লালকে প্রথমে ইউএস বাংলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
রেস্তোরাঁটির মালিক নাদিম সাউদ জানান, ছাত্রলীগের নেতা–কর্মীরা ঢুকেই ভাঙচুর ও মারধর শুরু করে। ভেতরে বায়েজিদ সাউদকে দেখে গুলি ছোড়া শুরু করে। একপর্যায়ে তাদেরই কারোর ছোড়া গুলিতে আহত হয় বাবুর্চি বিল্লাল।
সংঘর্ষে বিষয়ে পৌর যুবলীগের ত্রাণ সম্পাদক বায়েজিদ সাউদ বলেন, সিফাতের বাইকে আমাদের শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আলীর মাইক্রোর সঙ্গে ধাক্কা লাগে। মোহাম্মদ আলী আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে মীমাংসার চেষ্টা করি। কিন্তু তানজির আহমেদ রিয়াজের লোকজন অতর্কিত আমাদের হামলা চালায়।
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি মুঠোফোন কল রিসিভ করেননি।
গুলিবিদ্ধ ব্যক্তির বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘রূপগঞ্জ থেকে বিল্লাল নামে এক ব্যক্তি কোমরে গুলিবিদ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনাটি রূপগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়েছে।’
এই বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। এই বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে