Ajker Patrika

ঢামেকের গাইনি ওয়ার্ডে এসি বিস্ফোরণ, আতঙ্কে রোগীরা

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৫: ৫৩
ঢামেকের গাইনি ওয়ার্ডে এসি বিস্ফোরণ, আতঙ্কে রোগীরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগীরা ছোটাছুটি করে ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে যায়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ২১২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি মিম নামে এক নারীর স্বামী শফিক আহমেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাইনি ওয়ার্ডের অবজারভেশন-২-এর বারান্দায় এসির আউটডোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপরে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে দৌড়ে বাইরে বের হয়ে যায় রোগী ও স্বজনেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ২১২ নম্বর ওয়ার্ডের এসির আউটলেটে সামান্য বৈদ্যুতিক বিভ্রাট হয়েছে। এ কারণে ওয়ার্ডে থাকা রোগীরা ভয় পেয়েছে। ফায়ার সার্ভিস এসেছে, এখন কোনো সমস্যা নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম জানান, এসির কম্প্রেসর মেশিন থেকে বিস্ফোরণে ধোঁয়া উঠেছিল। পরে ফায়ার সার্ভিস ও হাসপাতাল পরিচালক এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত