রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ব্যাটারি চালিত রিকশা ধরতে গিয়ে রাস্তায় পরে মাহফুজ হেলাল (২৩) নামে এক আনসার সদস্য মারা গেছেন।
আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাইডিপেন্ডেন্সি ইউনিটে মৃত্যু হয় তাঁর। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, গত শনিবার রাতে টিএসসি এলাকায় টহল ডিউটিতে ছিলেন আনসার সদস্য হেলাল। সেখানে ব্যাটারিচালিত রিকশা ধরতে গিয়ে পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি আরও জানান, এর আগে এক নারী তাঁর ব্যাটারিচালিত রিকশা চুরি হওয়ার অভিযোগে শাহবাগ থানায় জিডি করেন। ঘটনার দিন আনসার সদস্য হেলাল টিএসসি এলাকায় ডিউটি করাকালীন একটি রিকশা দেখে সন্দেহ হয়। ওই রিকশা ধরতেই পুলিশের গাড়ি থেকে দ্রুত নামতে গিয়ে পা পিছলে সড়কে পড়ে যান।
ঢামেক হাসপাতালে হেলালের বাবা আবারুল ইসলাম ঢালী জানান, তাঁদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার ঢালীবাড়ি গ্রামে। হেলাল শাহবাগ থানায় সাধারণ আনসার হিসেবে কর্মরত ছিলেন। এক ভাই ও দুই বোনের মধ্যে হেলাল সবার বড়। দুই বছর আগে আনসার বাহিনীতে যোগ দেন।
ওসি বলেন, ‘গত শনিবার দিবাগত রাতে শাহবাগ থানার মাধ্যমে খবর পাই, শাহবাগ টিএসসি মোড়ে ডিউটিরত অবস্থায় গাড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় হেলাল। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁরা গ্রাম থেকে এসে হেলালকে ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে পায়।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে