Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন
নীরব রায়হান ও জাভেদ আলম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক নীরব রায়হান ও সদস্যসচিব জাভেদ আলমকে দায়িত্ব দিয়ে ১৯২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, মুখপাত্র সারফারাজ হক সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ আকাশ, যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত হোসেন অন্তু, যুগ্ম সদস্যসচিব নাজমুল ইসলাম, সংগঠক রাওসাম হোসেন ভুঁইয়া, সহমুখপাত্র জিহাদ হোসেন রিয়াদ।

কমিটির বিষয়টি নিশ্চিত করে নীরব রায়হান বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর কেন্দ্র থেকে ১৯২ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সাতটি থানার নেতা-কর্মীদের সমন্বয়ে এই জেলা কমিটি প্রণয়ন করেছে কেন্দ্র। যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা পালন করতে সচেষ্ট থাকব বলে প্রত্যাশা করছি। পাশাপাশি দ্রুতই নারায়ণগঞ্জ মহানগর কমিটি প্রণয়ন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত