
মালামাল সরবরাহ না করে এবং ঠিকাদারের কাজ শেষ না করেই প্রকল্পের ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর শ্যামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস প্রকল্পে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
দুদক সূত্র বলেছে, শ্যামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস নামের ল্যাবরেটরি প্রকল্পের কাজ সম্পন্ন করার আগে অতিরিক্ত অর্থ ছাড়, টক্সিকোলজি ল্যাবে মেশিন সরবরাহ না করে ভুয়া বিল-ভাউচারে কাগুজে অর্থ ছাড়, সংস্থাটির ১০টি ল্যাবরেটরির যন্ত্রপাতি কেনাকাটায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুদকের অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, কেন্দ্রীয় এই প্যাকিং হাউসের টক্সিকোলজি ল্যাবে নতুন ১৮টি মেশিন সরবরাহ করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠান কার্নেল ইন্টারন্যাশনালের। মেশিন সরবরাহ না করেই প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় কোষাগার থেকে মেশিন সরবরাহ বাবদ ১১ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা তুলে নিয়েছে।
দুদকের উপপরিচালক বলেন, রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভবন নির্মাণে শুধু পাইলিং নির্মাণের কাজ হলেও দোতলা সিভিল ওয়ার্কের ১২ কোটি টাকার মধ্যে ৪ কোটি ৭৫ লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাল্টিব্রিজ ইন্টারন্যাশনাল। এ ছাড়া টক্সিকোলজি ল্যাবের মেশিন সরবরাহ-সম্পর্কিত অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে কেন্দ্রীয় প্যাকিং হাউস আধুনিকায়ন প্রকল্পের পরিচালক এস এম খালিদ সাইফুল্লাহকে ফোন করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
২০২১ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস আধুনিকায়ন প্রকল্প নেয় সরকার। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৫৮ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের জুনে। তবে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৯ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২০ মিনিট আগে