Ajker Patrika

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় প্রাইভেট কারচালক নিহত

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৬: ৪৬
রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় প্রাইভেট কারচালক নিহত

রাজধানীর কাওলায় কথা-কাটাকাটির জেরে কাভার্ড ভ্যানচাপায় সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তার প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কাওলা সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টারের ভেতর এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত গাড়িচালক নুরুজ্জামান হাওলাদার (৪০) বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথোরিটি চিফ ইঞ্জিনিয়ারের গাড়িচালক ছিলেন। 

নিহতের সহকর্মী শামসুজ্জামান জানান, নুরুজ্জামান সিভিল অ্যাভিয়েশনের কোয়ার্টারে থাকেন। সকালে প্রাইভেট কার নিয়ে বের হন। কোয়ার্টারের ভেতরের রাস্তায় তাঁর গাড়ির সামনে একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করে ইউ টার্ন নিচ্ছিল। এ কারণে নুরুজ্জামান নিজের গাড়ি থেকে নেমে কাভার্ড ভ্যানের সামনে গিয়ে চালককে হঠাৎ ব্রেক করার কারণ জানতে চায়। এ সময় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কাভার্ড ভ্যানটি তার ওপর উঠিয়ে দেয় ওই চালক। 

তিনি আরও জানান, গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন নুরুজ্জামান। আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেল নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তা৭কে মৃত ঘোষণা করেন। 

নিহতের মামা নজরুল ইসলাম জানান, নুরুজ্জামানের বাবার নাম ইসমাইল হোসেন হাওলাদার। গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি হাজীপাড়ায়। নুরুজ্জামানের তিন সন্তান রয়েছে। পরিবার নিয়ে সিভিল অ্যাভিয়েশনের কোয়ার্টারে থাকতেন। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত