দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘অনেকেই বলছেন যে নির্বাচনে আসবেন না। আপনারা নির্বাচনে অংশ নেন বা না নেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু সংবিধান অনুযায়ী সময়মতো শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। তাই আপনারা আপনাদের আন্দোলন বাদ দিয়ে নির্বাচনে আসেন। জনগণ ভোট দিলে আপনারা ক্ষমতায় যাবেন।’
আজ বুধবার ঢাকার দোহারে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালমান ফজলুর রহমান এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘আমি বিএনপির ভাইদের বলব, আপনারা নির্বাচনে আসেন, জনগণ আপনাদের ভোট দিলে আপনারা ক্ষমতায় আসবেন। নির্বাচনে না আসলে ক্ষমতায় আসবেন কীভাবে?’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আমাদের দোহার-নবাবগঞ্জে অনেক অনাবাদি কৃষিজমি রয়েছে। প্রধানমন্ত্রী সব সময় একটা কথা বলেন, এক ইঞ্চি কৃষিজমিও অনাবাদি রাখা যাবে না। আমি তাঁর কথার সঙ্গে একমত হয়ে বলতে চাই, আমাদের দোহার-নবাবগঞ্জের এক ইঞ্চি কৃষিজমিও অনাবাদি রাখব না। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নতুন কোনো প্রকল্প এনে অনাবাদি জমিগুলো কাজে লাগানোর ব্যবস্থা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের চেহারায় এখন আর পুষ্টিহীনতা, রোগাক্রান্ত, ফ্যাকাশে, মলিনতার ছাপ নেই। আমাদের কৃষির অগ্রগতির কারণেই আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ দেবাশীষ সরকার, ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. তাজুল ইসলাম পাটওয়ারী, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক ও আট ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। পরে সালমান এফ রহমান শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং দোহারে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মহাসমাবেশে যোগ দেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘অনেকেই বলছেন যে নির্বাচনে আসবেন না। আপনারা নির্বাচনে অংশ নেন বা না নেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু সংবিধান অনুযায়ী সময়মতো শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। তাই আপনারা আপনাদের আন্দোলন বাদ দিয়ে নির্বাচনে আসেন। জনগণ ভোট দিলে আপনারা ক্ষমতায় যাবেন।’
আজ বুধবার ঢাকার দোহারে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালমান ফজলুর রহমান এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘আমি বিএনপির ভাইদের বলব, আপনারা নির্বাচনে আসেন, জনগণ আপনাদের ভোট দিলে আপনারা ক্ষমতায় আসবেন। নির্বাচনে না আসলে ক্ষমতায় আসবেন কীভাবে?’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আমাদের দোহার-নবাবগঞ্জে অনেক অনাবাদি কৃষিজমি রয়েছে। প্রধানমন্ত্রী সব সময় একটা কথা বলেন, এক ইঞ্চি কৃষিজমিও অনাবাদি রাখা যাবে না। আমি তাঁর কথার সঙ্গে একমত হয়ে বলতে চাই, আমাদের দোহার-নবাবগঞ্জের এক ইঞ্চি কৃষিজমিও অনাবাদি রাখব না। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নতুন কোনো প্রকল্প এনে অনাবাদি জমিগুলো কাজে লাগানোর ব্যবস্থা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের চেহারায় এখন আর পুষ্টিহীনতা, রোগাক্রান্ত, ফ্যাকাশে, মলিনতার ছাপ নেই। আমাদের কৃষির অগ্রগতির কারণেই আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ দেবাশীষ সরকার, ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. তাজুল ইসলাম পাটওয়ারী, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক ও আট ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। পরে সালমান এফ রহমান শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং দোহারে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মহাসমাবেশে যোগ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
১০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৬ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৪০ মিনিট আগে