Ajker Patrika

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের দুই আসামির মৃত্যু

ঢামেক প্রতিনিধি
ঢামেকে কেন্দ্রীয় কারাগারের দুই আসামির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী দুই আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। তাঁরা হলেন—মাসুম মাতব্বর (৪২) ও রাসেল ব্যাপারী (৩৪)। 

আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুমের। অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে রাসেলকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, মাসুম মাতব্বর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে ১৯ জুন তাঁকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। অন্যদিকে মারামারি মামলার আসামি রাসেল সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢামেকে নেওয়া হয়। 

কারারক্ষী আরও বলেন, মাসুমের বাড়ি ভোলা সদর উপজেলার চাপতা গ্রামে। ঢাকার পল্লবী থানায় হত্যা মামলার যাবজ্জীবন সাজার আসামি ছিলেন তিনি। রাসেলের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার আনাখন্দ গ্রামে। তবে তিনি রাজধানীর শাহজাহানপুর দক্ষিণ খিলগাঁও এলাকায় থাকতেন। শাহজাহানপুর থানায় করা একটি মারামারি মামলার আসামি ছিলেন রাসেল। ময়নাতদন্ত শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত