Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীর স্টিল মিলে দগ্ধের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৩
রাজধানীর যাত্রাবাড়ীর স্টিল মিলে দগ্ধের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন (২০) মারা গেছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্টিল মিলে দগ্ধের ঘটনায় শাহিন নামের এক শ্রমিক মারা গেছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ৫৪ শতাংশ দগ্ধ নিয়ে মাইনুদ্দিন, ২৫ শতাংশ দগ্ধ নিয়ে আক্তার হোসেন নামের দুজন ভর্তি রয়েছেন। তাঁদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

শাহীনের শ্বশুর মাহবুবুর রহমান জানান, তাঁদের বাড়ি পঞ্চগড় জেলায়। স্ত্রী মাহবুবা আক্তারকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকত শাহিন। ছয় মাস আগে বিয়ে করা শাহীন স্টিল মিলের ক্রেন ড্রাইভার হিসেবে চাকরি করতেন।

দুর্ঘটনার পরপর তাঁদের উদ্ধার করে ইনস্টিটিউটে নিয়ে যাওয়া মো. শফিয়ার রহমান জানান, তাঁরা কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে কাজ করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তাঁরা তিনজন কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ ভাট্টির ভেতরে বিস্ফোরণ হয়। এতে ভাট্টিতে থাকা গলিত লোহা তাঁদের তিনজনের শরীরে ছিটকে পড়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত