প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

স্রোতের তীব্রতায় পদ্মায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। স্বাভাবিক সময়ের চেয়ে পদ্মা পাড় হতে এখন দ্বিগুণ সময় লাগছে। এতে করে গত ২৪ ঘণ্টায় কমে গেছে ফেরির চলাচলের সংখ্যা। যে পরিমাণ যানবাহন পার হওয়ার কথা তা পার করা সম্ভব হচ্ছে না। ফলে ঘাটে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে পণ্যবাহী ট্রাক চালকদের। আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় নিয়মিত পার হওয়া ছোট যানবাহনের। পদ্মাসেতুর কাজ শেষ হলে এই ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করছেন ঘাটের ভুক্তভোগীরা।
জানা গেছে, শুকনো মৌসুমে নাব্যতা সংকট, বর্ষা মৌসুমে স্রোতের তীব্রতা, শীতে ঘন কুয়াশা আর ঈদে যাত্রীদের প্রচণ্ড চাপ। ফলে নির্বিঘ্নে পদ্মা পার হওয়া আর হয়ে উঠে না যানবাহন চালকদের। দিনের পর দিন পদ্মা পার হতে অপেক্ষায় থাকতে হয় ঘাটের টার্মিনালে। চালকেরা অপেক্ষার বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন।
ঘাটে আটকে থাকা ট্রাক চালকেরা আশা নিয়ে বলেন, 'পদ্মাসেতু হয়ে গেলে ঘাটে আর দিনের পর দিন বসে থাকতে হবে না। পদ্মাসেতুর দিকে তাকিয়ে থেকে ঘাটে বসে থাকার কষ্টকে সান্ত্বনা দিচ্ছি। এই তো আর কয়েক'টা দিন। এরপর ফেরি ঘাটের দুর্ভোগ আর থাকছে না। সেতুর সর্বশেষ স্প্যান যেদিন বসল, ফেরিতে বসে সম্পূর্ণ সেতু দেখে ভীষণ ভালো লাগল। অন্য রকম এক অনুভূতি ছিল। এখন শুধু অপেক্ষা সেতু চালু হওয়ার।'
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত ১ তারিখে পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পকারখানা খোলার খবরে একদিন আগে থেকেই রাজধানী ঢাকায় যেতে শুরু করে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। টানা ৪ দিন বাংলাবাজার ঘাটে ছিল উপচে পড়া ভিড়। ফেরিতে একসঙ্গে হাজার হাজার মানুষ পদ্মা পার হয়েছে। ফলে তিন/চার দিন যানবাহন পারাপার হতে পারেনি যাত্রীদের চাপে। ঘাটে গত ৩১ জুলাই থেকে আটকা পড়ে যায় অসংখ্য পণ্যবাহী ট্রাক। এ ছাড়া দৈনন্দিন পারাপারের যানবাহন যাত্রী চাপে পার হতে না পারায় ঘাটে পরিবহনের দীর্ঘ জটলা তৈরি হয়। শত শত যানবাহন আটকা পড়ে বাংলাবাজার ঘাটে। গত বুধবার (৪ আগস্ট) থেকে যাত্রী চাপ কিছুটা কমে এলে যানবাহন পারাপার স্বাভাবিক হতে থাকে। বর্তমানে ঘাটে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে।
শিবচরের বাংলাবাজার ঘাটে থাকা ট্রাক চালক আলমাস শেখ বলেন, 'পদ্মা পার হতে কষ্টের আর সীমা থাকে না। সারা বছরই কোনো না কোনো সমস্যা থাকেই। এখন লকডাউন। ওদিকে পদ্মায় বেশি স্রোত। গত তিন দিন ধরে ঘাটে আটকা। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকার চেয়ে বড় মানসিক কষ্ট নাই। পদ্মাসেতুর জন্যই এখন অপেক্ষা। যত তাড়াতাড়ি চালু হবে, ততই মঙ্গল। ঘাটের আজীবনের কষ্ট দূর হবে।'
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল প্রায়ই ব্যাহত হচ্ছে। তা ছাড়া গত কয়েক দিনে প্রচুর সংখ্যক যাত্রী ফেরিতে পার হওয়ায় যানবাহন পার করা কষ্টকর হয়ে উঠেছিল। ঘাটে আটকা পড়ে গেছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। এখন অগ্রাধিকারের ভিত্তিতে পচনশীল পণ্যের পরিবহন পার করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে শিগগিরই আটকে থাকা ট্রাক পার করা সম্ভব হবে। এ ছাড়া নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। নিয়মিত যানবাহনের মধ্যে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল পাড় হচ্ছে।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। ১০টি ফেরি নিয়মিত চলছে। ঘাটে পণ্যবাহী ট্রাক রয়েছে। অগ্রাধিকার দিয়ে পচনশীল পণ্যের ট্রাক পার করা হচ্ছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন পার হচ্ছে। তবে স্রোতের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।'

স্রোতের তীব্রতায় পদ্মায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। স্বাভাবিক সময়ের চেয়ে পদ্মা পাড় হতে এখন দ্বিগুণ সময় লাগছে। এতে করে গত ২৪ ঘণ্টায় কমে গেছে ফেরির চলাচলের সংখ্যা। যে পরিমাণ যানবাহন পার হওয়ার কথা তা পার করা সম্ভব হচ্ছে না। ফলে ঘাটে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে পণ্যবাহী ট্রাক চালকদের। আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় নিয়মিত পার হওয়া ছোট যানবাহনের। পদ্মাসেতুর কাজ শেষ হলে এই ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করছেন ঘাটের ভুক্তভোগীরা।
জানা গেছে, শুকনো মৌসুমে নাব্যতা সংকট, বর্ষা মৌসুমে স্রোতের তীব্রতা, শীতে ঘন কুয়াশা আর ঈদে যাত্রীদের প্রচণ্ড চাপ। ফলে নির্বিঘ্নে পদ্মা পার হওয়া আর হয়ে উঠে না যানবাহন চালকদের। দিনের পর দিন পদ্মা পার হতে অপেক্ষায় থাকতে হয় ঘাটের টার্মিনালে। চালকেরা অপেক্ষার বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন।
ঘাটে আটকে থাকা ট্রাক চালকেরা আশা নিয়ে বলেন, 'পদ্মাসেতু হয়ে গেলে ঘাটে আর দিনের পর দিন বসে থাকতে হবে না। পদ্মাসেতুর দিকে তাকিয়ে থেকে ঘাটে বসে থাকার কষ্টকে সান্ত্বনা দিচ্ছি। এই তো আর কয়েক'টা দিন। এরপর ফেরি ঘাটের দুর্ভোগ আর থাকছে না। সেতুর সর্বশেষ স্প্যান যেদিন বসল, ফেরিতে বসে সম্পূর্ণ সেতু দেখে ভীষণ ভালো লাগল। অন্য রকম এক অনুভূতি ছিল। এখন শুধু অপেক্ষা সেতু চালু হওয়ার।'
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত ১ তারিখে পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পকারখানা খোলার খবরে একদিন আগে থেকেই রাজধানী ঢাকায় যেতে শুরু করে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। টানা ৪ দিন বাংলাবাজার ঘাটে ছিল উপচে পড়া ভিড়। ফেরিতে একসঙ্গে হাজার হাজার মানুষ পদ্মা পার হয়েছে। ফলে তিন/চার দিন যানবাহন পারাপার হতে পারেনি যাত্রীদের চাপে। ঘাটে গত ৩১ জুলাই থেকে আটকা পড়ে যায় অসংখ্য পণ্যবাহী ট্রাক। এ ছাড়া দৈনন্দিন পারাপারের যানবাহন যাত্রী চাপে পার হতে না পারায় ঘাটে পরিবহনের দীর্ঘ জটলা তৈরি হয়। শত শত যানবাহন আটকা পড়ে বাংলাবাজার ঘাটে। গত বুধবার (৪ আগস্ট) থেকে যাত্রী চাপ কিছুটা কমে এলে যানবাহন পারাপার স্বাভাবিক হতে থাকে। বর্তমানে ঘাটে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে।
শিবচরের বাংলাবাজার ঘাটে থাকা ট্রাক চালক আলমাস শেখ বলেন, 'পদ্মা পার হতে কষ্টের আর সীমা থাকে না। সারা বছরই কোনো না কোনো সমস্যা থাকেই। এখন লকডাউন। ওদিকে পদ্মায় বেশি স্রোত। গত তিন দিন ধরে ঘাটে আটকা। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকার চেয়ে বড় মানসিক কষ্ট নাই। পদ্মাসেতুর জন্যই এখন অপেক্ষা। যত তাড়াতাড়ি চালু হবে, ততই মঙ্গল। ঘাটের আজীবনের কষ্ট দূর হবে।'
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল প্রায়ই ব্যাহত হচ্ছে। তা ছাড়া গত কয়েক দিনে প্রচুর সংখ্যক যাত্রী ফেরিতে পার হওয়ায় যানবাহন পার করা কষ্টকর হয়ে উঠেছিল। ঘাটে আটকা পড়ে গেছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। এখন অগ্রাধিকারের ভিত্তিতে পচনশীল পণ্যের পরিবহন পার করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে শিগগিরই আটকে থাকা ট্রাক পার করা সম্ভব হবে। এ ছাড়া নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। নিয়মিত যানবাহনের মধ্যে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল পাড় হচ্ছে।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। ১০টি ফেরি নিয়মিত চলছে। ঘাটে পণ্যবাহী ট্রাক রয়েছে। অগ্রাধিকার দিয়ে পচনশীল পণ্যের ট্রাক পার করা হচ্ছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন পার হচ্ছে। তবে স্রোতের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।'

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে