Ajker Patrika

শিশু যাত্রীদের স্মারক উপহার দিল বিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশু যাত্রীদের স্মারক উপহার দিল বিমান

বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে শিশু যাত্রীদের মাঝে স্মারক উপহার দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ মঙ্গলবার ঢাকা থেকে বিমানের বহির্গামী সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের শিশু যাত্রীদের এই উপহার দেওয়া হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদ্‌যাপন করেছে। দিবসটি উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকায় শিশুদের নিয়ে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. যাহিদ হোসেন এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বলাকার লবিতে শিশুদের অংশগ্রহণে কেক কাটা হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর বলাকা কনফারেন্স রুমে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শেখ রাসেল দিবসের থিম সং ‘রাসেল বেঁচে আছে অনন্ত অক্ষয়ে’ ও বিশেষ প্রামাণ্যচিত্র ‘শেখ রাসেল, এক অনন্ত বেদনার কাব্য’ প্রদর্শিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত