নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। এ সাতজনের মধ্যে গণতন্ত্রী পার্টি নামের একটি দল থেকে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গণতন্ত্রী পার্টির দুজনের মধ্যে একজন মো. কামরুল ইসলাম। আরেকজন অশোক কুমার ধর।
একনজরে প্রার্থীদের হলফনামা
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তাঁর শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ)। তিনি পেশা হিসেবে শিক্ষকতা দেখিয়েছেন। তাঁর বছরে আয় ১ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬০৫ টাকা। আরাফাতের বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি ব্যাংক সুদ থেকে বছরে আয় করেন ৯২ হাজার ৪৭৭ টাকা। তাঁর কাছে নগদ ও ব্যাংক জমার স্থিতিসহ ৩ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা রয়েছে। আরাফাতের নামে বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগ ১ কোটি ২৯ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা।
আরাফাতের পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে বিনিয়োগ ৩০ লাখ টাকা। তাঁর থাকা বাস, ট্রাক, মালগাড়ি ও মোটরসাইকেলের দাম ১৭ লাখ ২০ হাজার টাকা। আরাফাতের ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। আরও ৩ লাখ টাকার আসবাব রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
আরাফাত একটি ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম ২ কোটি ৭০ লাখ টাকা দিয়েছেন। আর স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (এসএফআইএল) থেকে ঋণ নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৩৮৬ দশমিক ৯০ টাকা।
ইসিতে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মো. কামরুল ইসলাম এইচএসসি পাস। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি ব্যবসা থেকে বছরে আয় করেন ৩ লাখ ৪৯ হাজার ৬০ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বছরে আয় করেন ১ লাখ টাকা। তাঁর কাছে নগদ টাকা রয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা। সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে কামরুলের বিনিয়োগ ১০ লাখ টাকা। কামরুলের স্বর্ণ রয়েছে ২০ তোলা। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ২০ হাজার টাকার এবং আসবাব রয়েছে ১ লাখ টাকার। কামরুলের অকৃষি জমি রয়েছে, যার আর্থিক মূল্য ২ লাখ ৬৮ হাজার ৮০ টাকা।
গণতন্ত্রী পার্টির আরেকজন অশোক কুমার ধর। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএসসি। তিনি পেশায় ব্যবসায়ী ও দৈনিক স্বদেশ বিচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক। অশোক কুমার ধর ব্যবসার মাধ্যমে বছরে আয় করেন ১৭ লাখ ২ হাজার ৭৮৯ টাকা। চাকরি করে আয় করেন ২ লাখ ২৯ হাজার টাকা। এ ছাড়া অশোক কুমার ধরের হাতে নগদ ২ লাখ। তাঁর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১২ লাখ ৭৫ হাজার ৪৮২ টাকা। ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ, আসবাবে ৫ লাখ ও অন্যান্য জিনিসপত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা।
অশোক কুমার ধরের কৃষিজমির আর্থিক মূল্য ১৫ লাখ টাকা দেখানো হয়েছে হলফনামায়। তাঁর অকৃষি জমির আর্থিক মূল্য দেখানো হয়েছে ৩০ লাখ টাকা, দালানের মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা। এ ছাড়া অশোক কুমার ধরের নিজ নামে ৬১ লাখ ৬ হাজার ৭৭১ টাকার একটি ফ্ল্যাট রয়েছে।
জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান বিএসসি পাস করেছেন। তিনি পাঁচ মামলার আসামি। এর মধ্যে তিনটি মামলা চলমান রয়েছে। সিকদার আনিসুর রহমান বাসা ও দোকান ভাড়া থেকে বছরে ১ লাখ ৮০ হাজার টাকা, ব্যবসা থেকে ১২ লাখ ও অবসরভাতা হিসেবে ১ লাখ ২০ হাজার ১৮৩ টাকা আয় করেন। তাঁর হাতে ২ লাখ ৫০ হাজার টাকা নগদ রয়েছে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৫৫ লাখ ৯৪ হাজার ৪৯৮ টাকা তাঁর জমা রাখা আছে। বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেল খাতে আনিসুর ১৭ লাখ টাকার হিসাব দেখিয়েছেন। তাঁর ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ৪ লাখ টাকার আসবাব রয়েছে।
তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান পেশায় একজন চিকিৎসক। তিনি বাড়ি ভাড়া, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া পান ৩ লাখ ২৬ হাজার ৫২১ টাকা, পেশা থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা পান। হাতে নগদ আছে ৫ লাখ টাকা। ব্যাংকে জমা আছে ১ লাখ টাকা। অকৃষি জমি ও অর্জনকালীন সময়ের আর্থিক মূল্য দেখিয়েছেন ২৩৩ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকা। একটি দালানে মূল্য দেখিয়েছেন ১৩ লাখ ২২ টাকা এবং ৬৪ লাখ ৯৪ হাজার ২৭৯ টাকা মূল্যের দুটি বাড়ি রয়েছে তাঁর।

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। এ সাতজনের মধ্যে গণতন্ত্রী পার্টি নামের একটি দল থেকে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গণতন্ত্রী পার্টির দুজনের মধ্যে একজন মো. কামরুল ইসলাম। আরেকজন অশোক কুমার ধর।
একনজরে প্রার্থীদের হলফনামা
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তাঁর শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ)। তিনি পেশা হিসেবে শিক্ষকতা দেখিয়েছেন। তাঁর বছরে আয় ১ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬০৫ টাকা। আরাফাতের বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি ব্যাংক সুদ থেকে বছরে আয় করেন ৯২ হাজার ৪৭৭ টাকা। তাঁর কাছে নগদ ও ব্যাংক জমার স্থিতিসহ ৩ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা রয়েছে। আরাফাতের নামে বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগ ১ কোটি ২৯ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা।
আরাফাতের পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে বিনিয়োগ ৩০ লাখ টাকা। তাঁর থাকা বাস, ট্রাক, মালগাড়ি ও মোটরসাইকেলের দাম ১৭ লাখ ২০ হাজার টাকা। আরাফাতের ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। আরও ৩ লাখ টাকার আসবাব রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
আরাফাত একটি ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম ২ কোটি ৭০ লাখ টাকা দিয়েছেন। আর স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (এসএফআইএল) থেকে ঋণ নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৩৮৬ দশমিক ৯০ টাকা।
ইসিতে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মো. কামরুল ইসলাম এইচএসসি পাস। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি ব্যবসা থেকে বছরে আয় করেন ৩ লাখ ৪৯ হাজার ৬০ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বছরে আয় করেন ১ লাখ টাকা। তাঁর কাছে নগদ টাকা রয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা। সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে কামরুলের বিনিয়োগ ১০ লাখ টাকা। কামরুলের স্বর্ণ রয়েছে ২০ তোলা। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ২০ হাজার টাকার এবং আসবাব রয়েছে ১ লাখ টাকার। কামরুলের অকৃষি জমি রয়েছে, যার আর্থিক মূল্য ২ লাখ ৬৮ হাজার ৮০ টাকা।
গণতন্ত্রী পার্টির আরেকজন অশোক কুমার ধর। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএসসি। তিনি পেশায় ব্যবসায়ী ও দৈনিক স্বদেশ বিচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক। অশোক কুমার ধর ব্যবসার মাধ্যমে বছরে আয় করেন ১৭ লাখ ২ হাজার ৭৮৯ টাকা। চাকরি করে আয় করেন ২ লাখ ২৯ হাজার টাকা। এ ছাড়া অশোক কুমার ধরের হাতে নগদ ২ লাখ। তাঁর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১২ লাখ ৭৫ হাজার ৪৮২ টাকা। ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ, আসবাবে ৫ লাখ ও অন্যান্য জিনিসপত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা।
অশোক কুমার ধরের কৃষিজমির আর্থিক মূল্য ১৫ লাখ টাকা দেখানো হয়েছে হলফনামায়। তাঁর অকৃষি জমির আর্থিক মূল্য দেখানো হয়েছে ৩০ লাখ টাকা, দালানের মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা। এ ছাড়া অশোক কুমার ধরের নিজ নামে ৬১ লাখ ৬ হাজার ৭৭১ টাকার একটি ফ্ল্যাট রয়েছে।
জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান বিএসসি পাস করেছেন। তিনি পাঁচ মামলার আসামি। এর মধ্যে তিনটি মামলা চলমান রয়েছে। সিকদার আনিসুর রহমান বাসা ও দোকান ভাড়া থেকে বছরে ১ লাখ ৮০ হাজার টাকা, ব্যবসা থেকে ১২ লাখ ও অবসরভাতা হিসেবে ১ লাখ ২০ হাজার ১৮৩ টাকা আয় করেন। তাঁর হাতে ২ লাখ ৫০ হাজার টাকা নগদ রয়েছে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৫৫ লাখ ৯৪ হাজার ৪৯৮ টাকা তাঁর জমা রাখা আছে। বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেল খাতে আনিসুর ১৭ লাখ টাকার হিসাব দেখিয়েছেন। তাঁর ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ৪ লাখ টাকার আসবাব রয়েছে।
তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান পেশায় একজন চিকিৎসক। তিনি বাড়ি ভাড়া, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া পান ৩ লাখ ২৬ হাজার ৫২১ টাকা, পেশা থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা পান। হাতে নগদ আছে ৫ লাখ টাকা। ব্যাংকে জমা আছে ১ লাখ টাকা। অকৃষি জমি ও অর্জনকালীন সময়ের আর্থিক মূল্য দেখিয়েছেন ২৩৩ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকা। একটি দালানে মূল্য দেখিয়েছেন ১৩ লাখ ২২ টাকা এবং ৬৪ লাখ ৯৪ হাজার ২৭৯ টাকা মূল্যের দুটি বাড়ি রয়েছে তাঁর।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে