নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দলীয় শাসকের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আজ সেটাই আহ্বান করছি। আপনি অতিসত্বর পদত্যাগ করে জনগণের কাতারে আসেন। চলেন আমরা প্রত্যেক কৃষক-শ্রমিকের বাড়ি যাই। দেখি তারা কেমন আছে।’
জাতীয় প্রেসক্লাবের সামনে পোশাকশ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিতের দাবিতে আজ শুক্রবার বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে নিরপেক্ষ বলেন, জাতীয় সরকার বলেন, সর্বদলীয় সরকার বলেন, নতুন করে আইন করে গরিবের ভাগ্য নিশ্চিত না করলে কোনো দেশ টেকে না। দুই বছর পর আপনি গতকাল (বৃহস্পতিবার) বেরিয়েছেন, অনুগ্রহ করে যেকোনো একজন শ্রমিকের বাড়িতে যান। তাঁর দুপুরের খাবারের প্লেটটা দেখেন। তাদের খালি প্লেটটা দেখলে আপনার চোখ কান্নায় ভেসে যাবে। আজ শ্রমিকেরা যদি অন্ন না পায়, তাহলে কলকারখানা টিকে থাকবে না, দেশ টিকে থাকবে না।’
বর্তমান পরিস্থিতিতে রেশনিং ব্যবস্থা চালুর প্রয়োজন উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বর্তমানে রেশনিং ব্যবস্থার কোনো বিকল্প নাই। ২ কোটি নাগরিকে প্রতি সপ্তাহে রেশন দিতে হবে। সেখানে যেন দুর্নীতি না হয়, তার জন্য সর্বদলীয় কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, ‘আমরা শ্রমিক ভাইদের বলছি, রাস্তায় থাকা ছাড়া কোনো বিকল্প নেই। আপনাদের আন্দোলন চালু রাখতে হবে। আমার শরীর যতই খারাপ হোক, আমি আপনাদের সঙ্গে আছি। আমরা ২৮ তারিখ অর্ধবেলা হরতাল দিয়েছি। এটা আমাদের সবার জন্য। এটি দুর্নীতি ও অত্যাচারীদের বিরুদ্ধে জনগণের হরতাল। সবাই এতে যোগদান করবেন।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইদুল হক প্রমুখ বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দলীয় শাসকের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আজ সেটাই আহ্বান করছি। আপনি অতিসত্বর পদত্যাগ করে জনগণের কাতারে আসেন। চলেন আমরা প্রত্যেক কৃষক-শ্রমিকের বাড়ি যাই। দেখি তারা কেমন আছে।’
জাতীয় প্রেসক্লাবের সামনে পোশাকশ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিতের দাবিতে আজ শুক্রবার বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে নিরপেক্ষ বলেন, জাতীয় সরকার বলেন, সর্বদলীয় সরকার বলেন, নতুন করে আইন করে গরিবের ভাগ্য নিশ্চিত না করলে কোনো দেশ টেকে না। দুই বছর পর আপনি গতকাল (বৃহস্পতিবার) বেরিয়েছেন, অনুগ্রহ করে যেকোনো একজন শ্রমিকের বাড়িতে যান। তাঁর দুপুরের খাবারের প্লেটটা দেখেন। তাদের খালি প্লেটটা দেখলে আপনার চোখ কান্নায় ভেসে যাবে। আজ শ্রমিকেরা যদি অন্ন না পায়, তাহলে কলকারখানা টিকে থাকবে না, দেশ টিকে থাকবে না।’
বর্তমান পরিস্থিতিতে রেশনিং ব্যবস্থা চালুর প্রয়োজন উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বর্তমানে রেশনিং ব্যবস্থার কোনো বিকল্প নাই। ২ কোটি নাগরিকে প্রতি সপ্তাহে রেশন দিতে হবে। সেখানে যেন দুর্নীতি না হয়, তার জন্য সর্বদলীয় কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, ‘আমরা শ্রমিক ভাইদের বলছি, রাস্তায় থাকা ছাড়া কোনো বিকল্প নেই। আপনাদের আন্দোলন চালু রাখতে হবে। আমার শরীর যতই খারাপ হোক, আমি আপনাদের সঙ্গে আছি। আমরা ২৮ তারিখ অর্ধবেলা হরতাল দিয়েছি। এটা আমাদের সবার জন্য। এটি দুর্নীতি ও অত্যাচারীদের বিরুদ্ধে জনগণের হরতাল। সবাই এতে যোগদান করবেন।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইদুল হক প্রমুখ বক্তব্য দেন।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে