শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
এর আগে গত রোববার দিবাগত রাতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে লোকজন আলী হায়দার রতনকে আটক করে রমনা থানায় সোপর্দ করে। পরে তাঁকে শ্রীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আলী হায়দার রতনকে রাজধানীর রমনা থানা-পুলিশ গ্রেপ্তারের পর আমাদের কাছে হস্তান্তর করেছে।’
গ্রেপ্তার আলী হায়দার রতন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বরবাড়িচর গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের দূর সম্পর্কের ভাগনে।
তাঁর শ্বশুরবাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে। শ্বশুর প্রয়াত মোস্তাফিজুর রহমান বুলবুল ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অভিযোগে জানা যায়, হত্যা ছাড়াও আলী হায়দার রতনকে বলা হয় ব্যাংক লুটের মাফিয়া। তাঁর বিরুদ্ধে কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়া, খেলাপির তথ্য লুকিয়ে বড় জালিয়াতিসহ ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে।
ওবায়দুল কাদেরের দোর্দণ্ড ক্ষমতার দাপটে বীরদর্পে ওই সব অপকর্ম করেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলী হায়দার রতন গা ঢাকা দেন। তাঁর বিরুদ্ধে শ্রীপুর থানায় গত বছরের ২৮ আগস্ট একটি ও ৩ সেপ্টেম্বর আরেকটি হত্যা মামলা হয়। দুটি মামলার যথাক্রমে ৯ ও ৭ নম্বর আসামি তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম আক্তার বলেন, ‘আলী হায়দার রতনের বিরুদ্ধে আলাদা দুটি হত্যা মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গাজীপুরের শ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
এর আগে গত রোববার দিবাগত রাতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে লোকজন আলী হায়দার রতনকে আটক করে রমনা থানায় সোপর্দ করে। পরে তাঁকে শ্রীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আলী হায়দার রতনকে রাজধানীর রমনা থানা-পুলিশ গ্রেপ্তারের পর আমাদের কাছে হস্তান্তর করেছে।’
গ্রেপ্তার আলী হায়দার রতন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বরবাড়িচর গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের দূর সম্পর্কের ভাগনে।
তাঁর শ্বশুরবাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে। শ্বশুর প্রয়াত মোস্তাফিজুর রহমান বুলবুল ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অভিযোগে জানা যায়, হত্যা ছাড়াও আলী হায়দার রতনকে বলা হয় ব্যাংক লুটের মাফিয়া। তাঁর বিরুদ্ধে কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়া, খেলাপির তথ্য লুকিয়ে বড় জালিয়াতিসহ ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে।
ওবায়দুল কাদেরের দোর্দণ্ড ক্ষমতার দাপটে বীরদর্পে ওই সব অপকর্ম করেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলী হায়দার রতন গা ঢাকা দেন। তাঁর বিরুদ্ধে শ্রীপুর থানায় গত বছরের ২৮ আগস্ট একটি ও ৩ সেপ্টেম্বর আরেকটি হত্যা মামলা হয়। দুটি মামলার যথাক্রমে ৯ ও ৭ নম্বর আসামি তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম আক্তার বলেন, ‘আলী হায়দার রতনের বিরুদ্ধে আলাদা দুটি হত্যা মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে