হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

কলেরা, বসন্ত দূর করতে শতাধিক বছর ধরে মানিকগঞ্জের হরিরামপুরে অনুষ্ঠিত হয় শিন্নি উৎসব। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শিন্নি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুলতানপুর গ্রামে হাজারো মানুষের সমাগমে আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসবে অংশ নেয়।
এলাকাবাসীর সার্বিক তদারকি ও সহায়তায় স্থানীয় ভাষায় গাঁওয়াইল্যা শিন্নি, খোদার শিন্নি রান্না করা হয়।
নতুন চাল, চিনি, গুড় আর গাভির দুধে এই শিন্নি রান্না করা হয়। শিন্নিতে লবণ দেওয়ার নিয়ম নেই। এরপর তা আশপাশ গ্রাম থেকে আগত মানুষদের মধ্যে বিতরণ করা হয়। তবে অনেক এলাকায় আশপাশের লোক ছাড়াও নিজের গ্রামের মানুষজনও শিন্নি খেয়ে থাকেন। শিন্নি উৎসবের আগে বেশ কয়েক দিন গ্রামবাসী রাতে জিকির আজগার করেন।
শিন্নি বিতরণ ও সার্বিক আয়োজকদের মধ্যে জুলমত আলী খান, আলামত খান, রশিদ খান, শহিদ খান এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গ্রামের মানুষের বিভিন্ন রোগব্যাধি, মছিবত থেকে মুক্তি এবং সমৃদ্ধি কামনায় এই শিন্নি করা হয় বলে জানালেন আয়োজকেরা।
শিন্নি উপলক্ষে গ্রামে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অর্থনৈতিক অবস্থা ভেদে জন প্রতি ২০ থেকে ৫০০ টাকা ও সব বাড়ি থেকে চাল দিয়ে উৎসবে অংশ নেন গ্রামবাসী।
আয়োজক জুলমত আলী খান বলেন, ‘বাব দাদার আমল থেকেই এই শিন্নি হয়। বালা, মছিবত, বিপদ-আপদ ও কলেরা থেকে বাঁচার জন্য এই শিন্নি করতেন আমাদের পূর্ব পুরুষেরা।’
আয়োজকদের আরেকজন আলামত খান বলেন, ‘কথিত আছে, এক-দেড় শ বছর আগে এই গ্রামে ডায়রিয়া-কলেরা রোগের প্রাদুর্ভাব হয়। এক ফকির এ ধরনের শিন্নির আয়োজন করার পরামর্শ দেন। উৎসব পালন শেষে গ্রামবাসী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সেই থেকে এখন পর্যন্ত এই গ্রামের লোকজন প্রতি বছর একবার এই দিনে শিন্নি পালন করে আসছেন।’
বলড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেম উদ্দিন জানান, শিন্নি এখানকার একটি ঐতিহ্যবাহী আয়োজন। যা শত বছরের বেশি সময় ধরে চলে আসছে।

কলেরা, বসন্ত দূর করতে শতাধিক বছর ধরে মানিকগঞ্জের হরিরামপুরে অনুষ্ঠিত হয় শিন্নি উৎসব। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শিন্নি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুলতানপুর গ্রামে হাজারো মানুষের সমাগমে আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসবে অংশ নেয়।
এলাকাবাসীর সার্বিক তদারকি ও সহায়তায় স্থানীয় ভাষায় গাঁওয়াইল্যা শিন্নি, খোদার শিন্নি রান্না করা হয়।
নতুন চাল, চিনি, গুড় আর গাভির দুধে এই শিন্নি রান্না করা হয়। শিন্নিতে লবণ দেওয়ার নিয়ম নেই। এরপর তা আশপাশ গ্রাম থেকে আগত মানুষদের মধ্যে বিতরণ করা হয়। তবে অনেক এলাকায় আশপাশের লোক ছাড়াও নিজের গ্রামের মানুষজনও শিন্নি খেয়ে থাকেন। শিন্নি উৎসবের আগে বেশ কয়েক দিন গ্রামবাসী রাতে জিকির আজগার করেন।
শিন্নি বিতরণ ও সার্বিক আয়োজকদের মধ্যে জুলমত আলী খান, আলামত খান, রশিদ খান, শহিদ খান এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গ্রামের মানুষের বিভিন্ন রোগব্যাধি, মছিবত থেকে মুক্তি এবং সমৃদ্ধি কামনায় এই শিন্নি করা হয় বলে জানালেন আয়োজকেরা।
শিন্নি উপলক্ষে গ্রামে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অর্থনৈতিক অবস্থা ভেদে জন প্রতি ২০ থেকে ৫০০ টাকা ও সব বাড়ি থেকে চাল দিয়ে উৎসবে অংশ নেন গ্রামবাসী।
আয়োজক জুলমত আলী খান বলেন, ‘বাব দাদার আমল থেকেই এই শিন্নি হয়। বালা, মছিবত, বিপদ-আপদ ও কলেরা থেকে বাঁচার জন্য এই শিন্নি করতেন আমাদের পূর্ব পুরুষেরা।’
আয়োজকদের আরেকজন আলামত খান বলেন, ‘কথিত আছে, এক-দেড় শ বছর আগে এই গ্রামে ডায়রিয়া-কলেরা রোগের প্রাদুর্ভাব হয়। এক ফকির এ ধরনের শিন্নির আয়োজন করার পরামর্শ দেন। উৎসব পালন শেষে গ্রামবাসী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সেই থেকে এখন পর্যন্ত এই গ্রামের লোকজন প্রতি বছর একবার এই দিনে শিন্নি পালন করে আসছেন।’
বলড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেম উদ্দিন জানান, শিন্নি এখানকার একটি ঐতিহ্যবাহী আয়োজন। যা শত বছরের বেশি সময় ধরে চলে আসছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে