জাবি প্রতিনিধি

ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ঢাকা-আরিচা সড়কে রইছ পরিবহনের দুটি বাস আটকে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বাস দুটি আটক করেন তাঁরা। আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) বাস দুটি আটকে রাখা হয়েছে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান পাপন অভিযোগ করেন, তিনি গতকাল বিকেলে রইছ পরিবহনের একটি বাসে ওঠেন ইসলামপুর যাওয়ার জন্য। বাসের সহকারী ভাড়া চাইলে তিনি ২০০ টাকার নোট দেন। তার গন্তব্যের হাফ ভাড়া ছিল ১০ টাকা।
কিন্তু বাসের সহকারী তাঁকে ৮০ টাকা ফেরত দেন এবং বাকিটা পরে দেবেন বলে জানান। তিনি বাস থেকে নামার সময় বাকি ১১০ টাকা ফেরত চাইলে বাসের সহকারী জানান, তিনি ১০০ টাকার নোট দিয়েছেন আর কোনো টাকা পান না। এরপর কথা-কাটাকাটি হলে বাসের সহকারী তাঁকে ধাক্কা দিয়ে বাসের ভেতরের দিকে ঢুকিয়ে গালিগালাজ করেন। এরপর তাঁরা রাত সাড়ে ৮টার দিকে রইছ পরিবহনের দুটি বাস আটকে রাখেন।
মাহামুদুল হাসান আরও বলেন, ‘আমার সঙ্গে খারাপ ব্যবহারের কারণে আমরা বাস আটকে রেখেছি। প্রক্টর স্যার ও বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষের লোক আজ আসার কথা বলেছে। ওই হেলপার এসে ক্ষমা চাইলে বাস ছেড়ে দেওয়া হবে।’
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি বাস আটকে রাখা হয়েছে। বাসের মধ্যে চালক ও হেলপারেরা শুয়ে-বসে অলস সময় পার করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, রইছ পরিবহনের দুটি বাস আটকে রাখা হয়েছে। সহকারী প্রক্টর মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাঁরা আসবেন আসবেন করে এখনো আসেননি। তাঁরা এলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ঢাকা-আরিচা সড়কে রইছ পরিবহনের দুটি বাস আটকে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বাস দুটি আটক করেন তাঁরা। আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) বাস দুটি আটকে রাখা হয়েছে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান পাপন অভিযোগ করেন, তিনি গতকাল বিকেলে রইছ পরিবহনের একটি বাসে ওঠেন ইসলামপুর যাওয়ার জন্য। বাসের সহকারী ভাড়া চাইলে তিনি ২০০ টাকার নোট দেন। তার গন্তব্যের হাফ ভাড়া ছিল ১০ টাকা।
কিন্তু বাসের সহকারী তাঁকে ৮০ টাকা ফেরত দেন এবং বাকিটা পরে দেবেন বলে জানান। তিনি বাস থেকে নামার সময় বাকি ১১০ টাকা ফেরত চাইলে বাসের সহকারী জানান, তিনি ১০০ টাকার নোট দিয়েছেন আর কোনো টাকা পান না। এরপর কথা-কাটাকাটি হলে বাসের সহকারী তাঁকে ধাক্কা দিয়ে বাসের ভেতরের দিকে ঢুকিয়ে গালিগালাজ করেন। এরপর তাঁরা রাত সাড়ে ৮টার দিকে রইছ পরিবহনের দুটি বাস আটকে রাখেন।
মাহামুদুল হাসান আরও বলেন, ‘আমার সঙ্গে খারাপ ব্যবহারের কারণে আমরা বাস আটকে রেখেছি। প্রক্টর স্যার ও বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষের লোক আজ আসার কথা বলেছে। ওই হেলপার এসে ক্ষমা চাইলে বাস ছেড়ে দেওয়া হবে।’
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি বাস আটকে রাখা হয়েছে। বাসের মধ্যে চালক ও হেলপারেরা শুয়ে-বসে অলস সময় পার করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, রইছ পরিবহনের দুটি বাস আটকে রাখা হয়েছে। সহকারী প্রক্টর মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাঁরা আসবেন আসবেন করে এখনো আসেননি। তাঁরা এলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে