Ajker Patrika

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তি গতকাল রোববার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তি গতকাল রোববার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে (লিকেজ) বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাতে জেলা শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন জুয়েল হাওলাদার (৩৫), তাঁর স্ত্রী তানিয়া বেগম (৩০) ও তাঁদের মেয়ে সোহাগী আক্তার (৯)। তাঁরা বাগেরপাড় এলাকার সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়ায় থাকেন।

ফায়ার সার্ভিস ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানিয়া বেগম রাতে মশার কয়েলের জ্বালানোর জন্য রান্নাঘরে যান। তিনি চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডারে সংযুক্ত পাইপের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তানিয়া ছাড়াও তাঁর স্বামী ও মেয়ে দগ্ধ হন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই গুরুতর অবস্থায় তানিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপ ফেটে (লিকেজ) যাওয়ার এ দুর্ঘটনা ঘটেছে। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত