
বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আদালত অবমাননা হয় ভবিষ্যতে এমন কোনো বক্তব্য না দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন তিনি। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ।
আজ বুধবার নুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন নুরুল হক নুর। তবে সেদিন আদালত বলেন, ‘ভবিষ্যতে করবেন না—এমনটি তো দেখছি না।’ আদালত বলেন, ‘এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই।’ পরে আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময় চেয়ে আবেদন করেন।
এর আগে বিচারকদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নুরুল হক নুরকে গত বছরের ১৭ ডিসেম্বর তলব করেন হাইকোর্ট। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়। সে অনুযায়ী ওই দিন হাজির হন তিনি। পরে ব্যাখ্যা দিতে ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন হাইকোর্ট। সে অনুযায়ী হাজির হয়ে ব্যাখ্যা দিলেও আদালত তাতে সন্তুষ্ট না হওয়ায় নতুন করে ব্যাখ্যা দেন।
আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘নুরুল হক নুর আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। পাশাপাশি বলেছেন, ভবিষ্যতে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আদালতের বিষয়ে কথা বলতে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আদালত ৩০ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। সেদিন নুরকে উপস্থিত থাকতে হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে