
রাজধানীর খিলক্ষেতে দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মনির হোসেন লিটন ও আব্দুর রহিম। খিলক্ষেত এলাকা থেকে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য দুই চাঁদাবাজকে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওই চাঁদাবাজরা হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার শহীদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মনির হোসেন লিটন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াহাট গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুর রহিম।
আজ বুধবার (২৩ এপ্রিল) উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ওই বার্তায় বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায়কারী আব্দুর রহিম এবং মনির হোসেন লিটনকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার হওয়া দুজন নিয়মিতভাবে খিলক্ষেত এলাকার বিভিন্ন দোকানপাট থেকে চাঁদা আদায় করত। এ ছাড়া মনির হোসেন লিটনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ৮টি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা অপরাধ স্বীকার করেন। পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনই বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিলেন।
অপরদিকে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনীর হাতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে