আজকের পত্রিকা ডেস্ক

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য উচ্চ আদালতের দেওয়া নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকেরা। প্রায় তিন ঘণ্টা ধরে রাস্তা বন্ধ রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সঙ্গে আলোচনা করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও মগবাজার, যাত্রাবাড়ী, মোহাম্মদপুরসহ রাজধানীর ১৩টি স্থানে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করছেন অটোরিকশার চালকেরা। তবে দুপুর পর্যন্ত বিক্ষোভ ঘিরে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেনি।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে মহাখালী, মোহাম্মদপুর, আগারগাঁও, নাখালপাড়া এলাকায় অবস্থান নেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা, ফলে এসব এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সকাল ১০টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেওয়ার পর ঢাকার কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পরে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরাও। সেনা ও পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও সড়ক ছাড়তে নারাজ চালকেরা।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আগারগাঁও ও নাখালপাড়া এলাকায় সড়ক বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। তবে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’
মহাখালী এলাকায় সড়ক অবরোধ করা ইসমাইল হোসেন নামের এক চালক আজকের পত্রিকাকে বলেন, কোনো কথা না বলে সরকার এভাবে যদি রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কী করে খাব। যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেবে সরকার, আমরা সড়ক ছাড়ব না।’ এই রিকশাচালকের দাবি, সরকারের এক সিদ্ধান্তে অন্তত ১ লাখ মানুষ ও তাদের পরিবার না খেয়ে থাকবে।
অন্যদিকে সকাল থেকে মহাখালী, তেজগাঁওয়ের মতো মিরপুর এলাকায়ও ব্যাটারিচালিত রিকশাচালকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর ১০ নম্বরে সকাল ১০টার পর মিছিলটি বের হয়, পরে ১৩ নম্বরে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের বাধা দেয়। মিরপুর ১২ নম্বরে রিকশাচালকেরা সড়কে বসার চেষ্টা করলেও পুলিশ তাঁদের সেখানে দাঁড়াতে দেয়নি। এরপর তাঁরা মেট্রোরেল স্টেশনের নিচের ফুটপাতে স্লোগান দিতে থাকেন।
এর আগে উচ্চ আদালত মঙ্গলবার ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। প্যাডেলচালিত রিকশা সমিতির করা একটি রিটের পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেয়।
আদালত জানায়, ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য উচ্চ আদালতের দেওয়া নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকেরা। প্রায় তিন ঘণ্টা ধরে রাস্তা বন্ধ রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সঙ্গে আলোচনা করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও মগবাজার, যাত্রাবাড়ী, মোহাম্মদপুরসহ রাজধানীর ১৩টি স্থানে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করছেন অটোরিকশার চালকেরা। তবে দুপুর পর্যন্ত বিক্ষোভ ঘিরে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেনি।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে মহাখালী, মোহাম্মদপুর, আগারগাঁও, নাখালপাড়া এলাকায় অবস্থান নেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা, ফলে এসব এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সকাল ১০টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেওয়ার পর ঢাকার কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পরে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরাও। সেনা ও পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও সড়ক ছাড়তে নারাজ চালকেরা।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আগারগাঁও ও নাখালপাড়া এলাকায় সড়ক বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। তবে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’
মহাখালী এলাকায় সড়ক অবরোধ করা ইসমাইল হোসেন নামের এক চালক আজকের পত্রিকাকে বলেন, কোনো কথা না বলে সরকার এভাবে যদি রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কী করে খাব। যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেবে সরকার, আমরা সড়ক ছাড়ব না।’ এই রিকশাচালকের দাবি, সরকারের এক সিদ্ধান্তে অন্তত ১ লাখ মানুষ ও তাদের পরিবার না খেয়ে থাকবে।
অন্যদিকে সকাল থেকে মহাখালী, তেজগাঁওয়ের মতো মিরপুর এলাকায়ও ব্যাটারিচালিত রিকশাচালকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর ১০ নম্বরে সকাল ১০টার পর মিছিলটি বের হয়, পরে ১৩ নম্বরে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের বাধা দেয়। মিরপুর ১২ নম্বরে রিকশাচালকেরা সড়কে বসার চেষ্টা করলেও পুলিশ তাঁদের সেখানে দাঁড়াতে দেয়নি। এরপর তাঁরা মেট্রোরেল স্টেশনের নিচের ফুটপাতে স্লোগান দিতে থাকেন।
এর আগে উচ্চ আদালত মঙ্গলবার ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। প্যাডেলচালিত রিকশা সমিতির করা একটি রিটের পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেয়।
আদালত জানায়, ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
২১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২৩ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে