Ajker Patrika

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত
প্রতীকী ছবি

ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আসাদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন । খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে এ ঘটনা ঘটে । সাভার থানার উপপরিদর্শক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি গ্রামের আবু বক্করের ছেলে। তবে তিনি কোথায় থাকেন এবং তার পেশা কী তা জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, আজ ভোরে নিউমার্কেটের সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন আসাদুজ্জামান। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায় এবং টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

তারা আরও জানান, নিহত আসাদুজ্জামানের পাশে পড়ে থাকা মানিব্যাগ পড়েছিল। ওই মানিব্যাগে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

সাভার থানার উপপরিদর্শক মাহবুব আলম বলেন, খবর পেয়ে নিহত আসাদুজ্জামানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার হাতে ও পায়ে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত