সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের পৌর এলাকায় হাজেরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে হাত, পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদবাইদ এলাকার মৃত শাখাওয়াতের ষষ্ঠ তলা বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। বাড়ির নিরাপত্তা প্রহরী বলছে, বাসা ভাড়া নেওয়ার কথা বলে আসা বোরকা পরিহিত এক নারী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
নিহত হাজেরা খাতুন মৃত শাখাওয়াত হোসেনের দ্বিতীয় স্ত্রী। শাখাওয়াত হোসেন বাড়ি মানিকগঞ্জ এলাকায়। এই বাড়িতে হাজেরা খাতুন একাই থাকতেন ও বাড়িটি দেখাশোনা করতেন।
বাড়ির নিরাপত্তা প্রহরী সাইদুল রহমান বলেন, আজ দুপুরে বোরকা পরিহিত এক নারী বাসা ভাড়ার কথা বলে হাজেরা খাতুনের কাছে ৪ তলার রুমে যান। সঙ্গে সিকিউরিটি গার্ড সাইদুলও যান। কিছুক্ষণ পর সাইদুলকে দরজার বাইরে যেতে বলেন ওই নারী ও হাজেরা খাতুন। সে সময় ছাদের ওপরে শ্রমিকেরা কাজ করছিল। পরে সেখান থেকে ছাদের কাজ দেখতে চলে যান সাইদুল। এর মধ্যে বৃষ্টিও চলে আসে। বৃষ্টির পর সাইদুল নিচে দরজা খোলা দেখে ভেতরে যেতেই হাজেরা বেগমের হাত দড়ি দিয়ে, পা ওড়না দিয়ে, মুখ স্কচটেপ দিয়ে বাঁধা। এ সময় সেখানে ওই বোরকা পরা নারীও ছিলেন না। পরে ছাদে থাকা মিস্ত্রি ও সাইদুল মিলে হাত, পা ও মুখের বাঁধন খুলে দিয়ে হাজেরা খাতুনের নিশ্বাস বন্ধ অবস্থায় পান। পরে তিনি ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘দুপুরে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখানে একজন বৃদ্ধার মরদেহ পড়ে থাকা অবস্থায় পেয়েছি। স্থানীয়দের কাছে জানতে পেরেছি দুপুরে কোনো একজন নারী বোরকা পড়ে বাসায় ঢুকেছিল। এই বাড়িতে সিসিটিভি রয়েছে সেগুলোর ফুটেজ দেখার চেষ্টা করছি।’
এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে তারাও ঘটনাস্থলে আসছে।’

সাভারের পৌর এলাকায় হাজেরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে হাত, পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদবাইদ এলাকার মৃত শাখাওয়াতের ষষ্ঠ তলা বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। বাড়ির নিরাপত্তা প্রহরী বলছে, বাসা ভাড়া নেওয়ার কথা বলে আসা বোরকা পরিহিত এক নারী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
নিহত হাজেরা খাতুন মৃত শাখাওয়াত হোসেনের দ্বিতীয় স্ত্রী। শাখাওয়াত হোসেন বাড়ি মানিকগঞ্জ এলাকায়। এই বাড়িতে হাজেরা খাতুন একাই থাকতেন ও বাড়িটি দেখাশোনা করতেন।
বাড়ির নিরাপত্তা প্রহরী সাইদুল রহমান বলেন, আজ দুপুরে বোরকা পরিহিত এক নারী বাসা ভাড়ার কথা বলে হাজেরা খাতুনের কাছে ৪ তলার রুমে যান। সঙ্গে সিকিউরিটি গার্ড সাইদুলও যান। কিছুক্ষণ পর সাইদুলকে দরজার বাইরে যেতে বলেন ওই নারী ও হাজেরা খাতুন। সে সময় ছাদের ওপরে শ্রমিকেরা কাজ করছিল। পরে সেখান থেকে ছাদের কাজ দেখতে চলে যান সাইদুল। এর মধ্যে বৃষ্টিও চলে আসে। বৃষ্টির পর সাইদুল নিচে দরজা খোলা দেখে ভেতরে যেতেই হাজেরা বেগমের হাত দড়ি দিয়ে, পা ওড়না দিয়ে, মুখ স্কচটেপ দিয়ে বাঁধা। এ সময় সেখানে ওই বোরকা পরা নারীও ছিলেন না। পরে ছাদে থাকা মিস্ত্রি ও সাইদুল মিলে হাত, পা ও মুখের বাঁধন খুলে দিয়ে হাজেরা খাতুনের নিশ্বাস বন্ধ অবস্থায় পান। পরে তিনি ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘দুপুরে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখানে একজন বৃদ্ধার মরদেহ পড়ে থাকা অবস্থায় পেয়েছি। স্থানীয়দের কাছে জানতে পেরেছি দুপুরে কোনো একজন নারী বোরকা পড়ে বাসায় ঢুকেছিল। এই বাড়িতে সিসিটিভি রয়েছে সেগুলোর ফুটেজ দেখার চেষ্টা করছি।’
এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে তারাও ঘটনাস্থলে আসছে।’

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৫ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪৩ মিনিট আগে