নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মকবুল নামের এক বিএনপি কর্মী মৃত্যুর ঘটনায় পল্টন থানায় করা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহাবুবুল হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
দুপুরের পর সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। সাবের হোসেনের পক্ষে তাঁর আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতা-কর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন সরকারি দল আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর এজাহারনামীয় ২৫৬ জন ও অজ্ঞাতনামা প্রায় ৪০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।
এ সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের লাঠিপেটা ও গুলি করেন। এ সময় মকবুল নামে এক বিএনপির কর্মী আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য আব্বাস আলী মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাবের হোসেন চৌধুরী এই মামলায় বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এজাহারনামীয় আসামিদের বর্তমান অবস্থান শনাক্তকরণ ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্তসহ গ্রেপ্তার করার জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মকবুল নামের এক বিএনপি কর্মী মৃত্যুর ঘটনায় পল্টন থানায় করা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহাবুবুল হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
দুপুরের পর সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। সাবের হোসেনের পক্ষে তাঁর আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতা-কর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন সরকারি দল আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর এজাহারনামীয় ২৫৬ জন ও অজ্ঞাতনামা প্রায় ৪০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।
এ সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের লাঠিপেটা ও গুলি করেন। এ সময় মকবুল নামে এক বিএনপির কর্মী আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য আব্বাস আলী মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাবের হোসেন চৌধুরী এই মামলায় বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এজাহারনামীয় আসামিদের বর্তমান অবস্থান শনাক্তকরণ ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্তসহ গ্রেপ্তার করার জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে