নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলের চরদীঘলদী ইউনিয়নে আধিপত্য নিয়ে যুগযুগ ধরে চলা সংঘর্ষ বন্ধে শান্তি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী চরদীঘলদী ইউনিয়নের বালুর মাঠে দুই গ্রুপের অনুসারীরা আনুষ্ঠানিকভাবে এই শান্তি মিটিংয়ে অংশ নেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার করা নিয়ে চরদীঘলদী এলাকায় দেড় শ বছর ধরে দফায় দফায় টেঁটাযুদ্ধ চলে আসছে। যুগ যুগ ধরে বিবদমান দুই গ্রুপের অনুসারীদের মধ্যে চলা এসব সংঘর্ষে টেঁটাসহ আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়ে আসছে। এসব মারামারি, হানাহানি ও বর্বর টেঁটাযুদ্ধে ঘটছে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। পক্ষে-বিপক্ষে মামলা-হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে আসছে এলাকাবাসী।
এসব সংঘর্ষ বন্ধ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হয় বিবদমান দুই গ্রুপের অনুসারীরা। এ উপলক্ষে দুই গ্রুপের অনুসারীসহ এলাকার কয়েক হাজার লোকজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় শান্তি মিটিং। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘শান্তি প্রতিষ্ঠায় ওই মিটিংয়ে প্রধান দুটি গ্রুপের লোকজন আর সংঘাতে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন। আগামী দুই দিনের মধ্যে তারা সব টেঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র মাধবদী থানাধীন চরদীঘলদী পুলিশ ক্যাম্পে জমা দিবেন মর্মে প্রতিজ্ঞা করেন।’
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার বলেন, ‘সভায় দুই পক্ষের লোকজনই ভবিষ্যতে আর কখনো টেঁটাযুদ্ধ করবে না বলে সকলের সম্মুখে শপথ গ্রহণ করেছেন। বিবদমান গ্রুপের লোকজন স্বপ্রণোদিত হয়ে শান্তি প্রতিষ্ঠায় শান্তি মিটিংয়ে অংশগ্রহণ করেছেন—এটি এলাকার জন্য সুখকর ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে মনে করি।’

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলের চরদীঘলদী ইউনিয়নে আধিপত্য নিয়ে যুগযুগ ধরে চলা সংঘর্ষ বন্ধে শান্তি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী চরদীঘলদী ইউনিয়নের বালুর মাঠে দুই গ্রুপের অনুসারীরা আনুষ্ঠানিকভাবে এই শান্তি মিটিংয়ে অংশ নেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার করা নিয়ে চরদীঘলদী এলাকায় দেড় শ বছর ধরে দফায় দফায় টেঁটাযুদ্ধ চলে আসছে। যুগ যুগ ধরে বিবদমান দুই গ্রুপের অনুসারীদের মধ্যে চলা এসব সংঘর্ষে টেঁটাসহ আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়ে আসছে। এসব মারামারি, হানাহানি ও বর্বর টেঁটাযুদ্ধে ঘটছে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। পক্ষে-বিপক্ষে মামলা-হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে আসছে এলাকাবাসী।
এসব সংঘর্ষ বন্ধ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হয় বিবদমান দুই গ্রুপের অনুসারীরা। এ উপলক্ষে দুই গ্রুপের অনুসারীসহ এলাকার কয়েক হাজার লোকজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় শান্তি মিটিং। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘শান্তি প্রতিষ্ঠায় ওই মিটিংয়ে প্রধান দুটি গ্রুপের লোকজন আর সংঘাতে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন। আগামী দুই দিনের মধ্যে তারা সব টেঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র মাধবদী থানাধীন চরদীঘলদী পুলিশ ক্যাম্পে জমা দিবেন মর্মে প্রতিজ্ঞা করেন।’
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার বলেন, ‘সভায় দুই পক্ষের লোকজনই ভবিষ্যতে আর কখনো টেঁটাযুদ্ধ করবে না বলে সকলের সম্মুখে শপথ গ্রহণ করেছেন। বিবদমান গ্রুপের লোকজন স্বপ্রণোদিত হয়ে শান্তি প্রতিষ্ঠায় শান্তি মিটিংয়ে অংশগ্রহণ করেছেন—এটি এলাকার জন্য সুখকর ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে মনে করি।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে