Ajker Patrika

ভাড়াটিয়ার সঙ্গে দ্বন্দ্বে বাড়িওয়ালার মৃত্যু, আটক ৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ প্রতিনিধি) 
আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪: ০৭
ভাড়াটিয়ার সঙ্গে দ্বন্দ্বে বাড়িওয়ালার মৃত্যু, আটক ৩
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার সঙ্গে দ্বন্দ্বে আহত হয়ে এক বাড়িওয়ালার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. আবুল বাশার (৭০)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এই দ্বন্দের ঘটনা ঘটে। এ ঘটনায় ভাড়াটিয়া পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। আটকেরা হলেন মো. তছর উদ্দিনেটর ছেলে সোহাগ হোসেন (২৯), সোহাগের স্ত্রী আলেহা বেগম (২২) এবং সোহাগের মা ফাতেমা বেগম (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে আবুল বাশারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন আটককৃতরা। গেল তিন মাস ধরে ঘরভাড়া পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন তাঁরা। ফলে ভিকটিম উক্ত ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার কথা জানান। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায় সময়ে ঝগড়ার সৃষ্টি হচ্ছিল। গতকাল রাতে বাড়িওয়ালার ছেলে নাফিজের সঙ্গে ভাড়াটিয়া সোহাগের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় বাড়িওয়ালার আরেক ছেলে বাঁধনও (৩২) ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে ওই দুই ভাইয়ের সঙ্গে ভাড়াটিয়া সোহাগের হাতাহাতি শুরু হয়। তখন সেখানে আসেন আবুল বাশার। তিনি দ্বন্দ্ব থামাতে গিয়ে আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘তিন মাসের ঘরভাড়া পাওনা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। তখন ভিকটিমকে ভাড়াটিয়ারা ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তিনি আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে খানপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমরা ভাড়াটিয়াদের সাথে সাথে আটক করেছি। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত