নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মুসল্লিদের মারধর, হত্যা চেষ্টা ও মোবাইল চুরির মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে।
আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ের বাসিন্দা আলমগীর শাহিন বাদী হয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মামুনুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন। তিনি আসামিদের বিরুদ্ধে মসজিদের ভেতরে মুসল্লিদের এলোপাথাড়ি মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, মোবাইল চুরি, হুমকি দেওয়া, ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে মামুনুল হক এই ঘটনার মদদদাতা। তাঁর নির্দেশেই বাদী ও তার সঙ্গী মুসল্লিদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামনুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাদীর মোবাইল ফোনসেট উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এ মামলার পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা যাচাই করার জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় মামুনুল হককে মোহাম্মদ এলাকার জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে ২০২০ সালের মার্চে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়াও মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর পল্টন, লালবাগ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, কুমিল্লার চান্দিনা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:

ঢাকা: মুসল্লিদের মারধর, হত্যা চেষ্টা ও মোবাইল চুরির মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে।
আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ের বাসিন্দা আলমগীর শাহিন বাদী হয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মামুনুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন। তিনি আসামিদের বিরুদ্ধে মসজিদের ভেতরে মুসল্লিদের এলোপাথাড়ি মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, মোবাইল চুরি, হুমকি দেওয়া, ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে মামুনুল হক এই ঘটনার মদদদাতা। তাঁর নির্দেশেই বাদী ও তার সঙ্গী মুসল্লিদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামনুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাদীর মোবাইল ফোনসেট উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এ মামলার পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা যাচাই করার জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় মামুনুল হককে মোহাম্মদ এলাকার জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে ২০২০ সালের মার্চে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়াও মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর পল্টন, লালবাগ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, কুমিল্লার চান্দিনা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে