নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের ভরসাস্থল হওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আজ বুধবার সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আইনজীবী সমিতির উত্তর হলে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের লেখা ‘An Overview of 100 Sensational Murder Cases of Bangladesh’ শিরোনামে বইয়ে মোড়ক উন্মোচন করতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষ্ণা দেবনাথ বলেন, ‘আমার ৪১ বছরের বিচারিক জীবনে আপনাদের (আইনজীবী) কাছ থেকে অনেক শিখেছি। এখন থেকে ২০/২৫ বছর পরে তখন হয়তো আমরা অনেকেই থাকব না। এত বছর পরে আইন অঙ্গনে আজকের খন্দকার মাহবুব হোসেনের মত একজন হবেন শিশির মনির। আমার বেঞ্চে যখন শিশির মনির দাঁড়াতো, তখন আমি খুব ভরসা পেতাম। আইনের ব্যাখ্যা এবং রেফারেন্সগুলো তুলে ধরেন তিনি। এই যে ভরসাস্থল। একজন জুনিয়র আইনজীবী আদালতের ভরসাস্থল হিসেবে দাঁড়াতে পারেন। সেজন্য জুনিয়রদের বলব আপনারা এমন একটা জায়গায় যান।’
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এই বইটির স্বর্ণখনির ন্যায় আইনজীবী ও বিচারকদের জন্য কাজে দেবে। এটি হ্যান্ডবুক হিসেবে থাকা উচিত।’
সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, একজন তরুণ আইনজীবী হিসেবে শিশির মনির বই লেখার যে উদ্যোগ নিয়েছেন, তা বিরল। তাঁর এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।
মোহাম্মদ শিশির মনিরের লেখা বইয়ে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, সৌদি কূটনীতিক খালাফ হত্যা, স্কলাস্টিকার ছাত্রী শাজনীন হত্যা মামলা, ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলা, এরশাদ শিকদারের মামলাসহ ১০০ গুরুত্বপূর্ণ মামলা স্থান পেয়েছে।

আদালতের ভরসাস্থল হওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আজ বুধবার সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আইনজীবী সমিতির উত্তর হলে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের লেখা ‘An Overview of 100 Sensational Murder Cases of Bangladesh’ শিরোনামে বইয়ে মোড়ক উন্মোচন করতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষ্ণা দেবনাথ বলেন, ‘আমার ৪১ বছরের বিচারিক জীবনে আপনাদের (আইনজীবী) কাছ থেকে অনেক শিখেছি। এখন থেকে ২০/২৫ বছর পরে তখন হয়তো আমরা অনেকেই থাকব না। এত বছর পরে আইন অঙ্গনে আজকের খন্দকার মাহবুব হোসেনের মত একজন হবেন শিশির মনির। আমার বেঞ্চে যখন শিশির মনির দাঁড়াতো, তখন আমি খুব ভরসা পেতাম। আইনের ব্যাখ্যা এবং রেফারেন্সগুলো তুলে ধরেন তিনি। এই যে ভরসাস্থল। একজন জুনিয়র আইনজীবী আদালতের ভরসাস্থল হিসেবে দাঁড়াতে পারেন। সেজন্য জুনিয়রদের বলব আপনারা এমন একটা জায়গায় যান।’
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এই বইটির স্বর্ণখনির ন্যায় আইনজীবী ও বিচারকদের জন্য কাজে দেবে। এটি হ্যান্ডবুক হিসেবে থাকা উচিত।’
সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, একজন তরুণ আইনজীবী হিসেবে শিশির মনির বই লেখার যে উদ্যোগ নিয়েছেন, তা বিরল। তাঁর এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।
মোহাম্মদ শিশির মনিরের লেখা বইয়ে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, সৌদি কূটনীতিক খালাফ হত্যা, স্কলাস্টিকার ছাত্রী শাজনীন হত্যা মামলা, ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলা, এরশাদ শিকদারের মামলাসহ ১০০ গুরুত্বপূর্ণ মামলা স্থান পেয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে