নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার ধামরাইয়ে ওসমান গণি (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ভাই ফারুক হোসেনকে (৪৭) খুন করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভারারিয়া ইউনিয়নের কাকরাইন গ্রামে এ ঘটনা ঘটে। ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির ভাই ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইয়াসমিন আক্তার দা এগিয়ে দিয়ে স্বামীকে সহায়তা করেছেন বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। নিয়ম অনুযায়ী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’
ফারুক হোসেন ও ওসমান কাকরাইন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই ও ভারারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরেই তাঁর বড় দুই ভাই ওসমান গণি ও ফারুক হোসেনের মধ্যে জমির ভাগবাঁটোয়ারা এবং টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান দা দিয়ে ফারুকের ডান পায়ে জোরে কোপ দেন। এতে তাঁর পা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
কামরুজ্জামান আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সাহায্য নিয়ে তিনি ওসমান গণিকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

ঢাকার ধামরাইয়ে ওসমান গণি (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ভাই ফারুক হোসেনকে (৪৭) খুন করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভারারিয়া ইউনিয়নের কাকরাইন গ্রামে এ ঘটনা ঘটে। ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির ভাই ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইয়াসমিন আক্তার দা এগিয়ে দিয়ে স্বামীকে সহায়তা করেছেন বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। নিয়ম অনুযায়ী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’
ফারুক হোসেন ও ওসমান কাকরাইন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই ও ভারারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরেই তাঁর বড় দুই ভাই ওসমান গণি ও ফারুক হোসেনের মধ্যে জমির ভাগবাঁটোয়ারা এবং টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান দা দিয়ে ফারুকের ডান পায়ে জোরে কোপ দেন। এতে তাঁর পা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
কামরুজ্জামান আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সাহায্য নিয়ে তিনি ওসমান গণিকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
৪৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে