নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার ধামরাইয়ে ওসমান গণি (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ভাই ফারুক হোসেনকে (৪৭) খুন করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভারারিয়া ইউনিয়নের কাকরাইন গ্রামে এ ঘটনা ঘটে। ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির ভাই ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইয়াসমিন আক্তার দা এগিয়ে দিয়ে স্বামীকে সহায়তা করেছেন বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। নিয়ম অনুযায়ী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’
ফারুক হোসেন ও ওসমান কাকরাইন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই ও ভারারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরেই তাঁর বড় দুই ভাই ওসমান গণি ও ফারুক হোসেনের মধ্যে জমির ভাগবাঁটোয়ারা এবং টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান দা দিয়ে ফারুকের ডান পায়ে জোরে কোপ দেন। এতে তাঁর পা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
কামরুজ্জামান আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সাহায্য নিয়ে তিনি ওসমান গণিকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

ঢাকার ধামরাইয়ে ওসমান গণি (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ভাই ফারুক হোসেনকে (৪৭) খুন করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভারারিয়া ইউনিয়নের কাকরাইন গ্রামে এ ঘটনা ঘটে। ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির ভাই ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইয়াসমিন আক্তার দা এগিয়ে দিয়ে স্বামীকে সহায়তা করেছেন বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। নিয়ম অনুযায়ী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’
ফারুক হোসেন ও ওসমান কাকরাইন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই ও ভারারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরেই তাঁর বড় দুই ভাই ওসমান গণি ও ফারুক হোসেনের মধ্যে জমির ভাগবাঁটোয়ারা এবং টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান দা দিয়ে ফারুকের ডান পায়ে জোরে কোপ দেন। এতে তাঁর পা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
কামরুজ্জামান আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সাহায্য নিয়ে তিনি ওসমান গণিকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১০ মিনিট আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
১৬ মিনিট আগে
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ দেওয়ান (৬০)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আহমেদ দেওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়।
১৯ মিনিট আগে
তিনি বলেন, কোনো বিজিবির সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে তবে সে শুধু আইন ভাঙে না, রাষ্ট্রের নীতিকেও দুর্বল করে দেয়।
২১ মিনিট আগে