নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ারুজ্জামান আনোয়ার ও শেখ রবিউল আলম রবি। এর মধ্যে আনোয়ারুজ্জামান আনোয়ারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির এবং শেখ রবিউল আলম রবিকে দক্ষিণ বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের ওই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আক্তার হোসেন সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
একই বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় মোশাররফ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ারুজ্জামান আনোয়ার ও শেখ রবিউল আলম রবি। এর মধ্যে আনোয়ারুজ্জামান আনোয়ারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির এবং শেখ রবিউল আলম রবিকে দক্ষিণ বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের ওই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আক্তার হোসেন সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
একই বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় মোশাররফ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৭ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৭ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৪ মিনিট আগে