নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ জামিন দেন। দুপুরের পর পরীমনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন দেন।
গত ৩১ আগস্ট পরীমণিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত জামিন দেন। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত এই জামিন দেওয়া হয়। গত ৪ অক্টোবর সিআইডি পরীমণি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। জামিনের শর্ত অনুযায়ী হাজিরার দিনে তাঁকে নতুন করে জামিনের আবেদন করতে হবে।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আজকের পত্রিকাকে বলেন, পরীমণি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। অন্যদিকে পরিবহনসহ তিনজনের বিরুদ্ধে সিআইডির দাখিল করা অভিযোগ পত্র গ্রহণ করেছেন আদালত।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) (খ) / ১০ (খ) / ৪১ / ৪২ (১) ধারায় এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। পরীমণির সঙ্গে অভিযোগপত্রে আশরাফুল ইসলাম দিপু ও কবীর চৌধুরীকে আসামি করা হয়েছে। কবীর চৌধুরীকে এই মামলায় পলাতক দেখানো হয়েছে। আশরাফুল ইসলাম দিপুকে পরীমণির সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি পরীমণির ম্যানেজার হিসেবে কাজ করতেন। কবীর চৌধুরী পরীমণির বাসায় অভিযানের আগেই পালিয়ে যান বলে অভিযোগপত্রে বলা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবীর চৌধুরীর সহযোগিতায় পরীমণি তাঁর বাসায় মাদকের আসর বসাতেন। তাঁদের বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পরীমণির বাসায় মাদকদ্রব্য সংরক্ষণ করতেন। ওই মাদকদ্রব্য সেবনের জন্য পরীমণি তাঁর বাসায় একটি মিনিবার প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে বিশেষ বিশেষ ব্যক্তিগণ মাদক সেবন করতেন।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ জামিন দেন। দুপুরের পর পরীমনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন দেন।
গত ৩১ আগস্ট পরীমণিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত জামিন দেন। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত এই জামিন দেওয়া হয়। গত ৪ অক্টোবর সিআইডি পরীমণি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। জামিনের শর্ত অনুযায়ী হাজিরার দিনে তাঁকে নতুন করে জামিনের আবেদন করতে হবে।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আজকের পত্রিকাকে বলেন, পরীমণি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। অন্যদিকে পরিবহনসহ তিনজনের বিরুদ্ধে সিআইডির দাখিল করা অভিযোগ পত্র গ্রহণ করেছেন আদালত।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) (খ) / ১০ (খ) / ৪১ / ৪২ (১) ধারায় এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। পরীমণির সঙ্গে অভিযোগপত্রে আশরাফুল ইসলাম দিপু ও কবীর চৌধুরীকে আসামি করা হয়েছে। কবীর চৌধুরীকে এই মামলায় পলাতক দেখানো হয়েছে। আশরাফুল ইসলাম দিপুকে পরীমণির সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি পরীমণির ম্যানেজার হিসেবে কাজ করতেন। কবীর চৌধুরী পরীমণির বাসায় অভিযানের আগেই পালিয়ে যান বলে অভিযোগপত্রে বলা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবীর চৌধুরীর সহযোগিতায় পরীমণি তাঁর বাসায় মাদকের আসর বসাতেন। তাঁদের বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পরীমণির বাসায় মাদকদ্রব্য সংরক্ষণ করতেন। ওই মাদকদ্রব্য সেবনের জন্য পরীমণি তাঁর বাসায় একটি মিনিবার প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে বিশেষ বিশেষ ব্যক্তিগণ মাদক সেবন করতেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে