নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় গৃহবধূ তানিয়া আফরোজকে খুনের দায় স্বীকার করেছেন এসি মেরামত মিস্ত্রি বাপ্পী ও তাঁর দুই সহযোগী হৃদয় ও রুবেল। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা এ কথা জানান।
গতকাল সোমবার বাপ্পী এবং মঙ্গলবার হৃদয় ও রুবেল আদালতে জবানবন্দি দেন। আসামিদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন।
তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তানিয়া আফরোজের বাসায় এসি মেরামতের কাজ করতে গিয়ে তাঁদের মনে হয়েছিল তাঁর কাছে অনেক টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার আছে। এ জন্য তাঁরা তিনজনে মিলে সেগুলো লুটের পরিকল্পনা করেন। তিনজন মিলে প্রথমেই শিশু সন্তান দুজনকে মুখে টেপ দিয়ে বেঁধে ফেলেন। পরে তানিয়াকে খুন করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যান।
গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। সঙ্গে ছিলেন হৃদয় ও রুবেল নামের দুই সহযোগী।
তদন্তে জানা যায়, খুনিরা ওই বাসা থেকে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে। ওই নারীর মরদেহের পাশে মুখে টেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তাঁর দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় গৃহবধূ তানিয়া আফরোজকে খুনের দায় স্বীকার করেছেন এসি মেরামত মিস্ত্রি বাপ্পী ও তাঁর দুই সহযোগী হৃদয় ও রুবেল। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা এ কথা জানান।
গতকাল সোমবার বাপ্পী এবং মঙ্গলবার হৃদয় ও রুবেল আদালতে জবানবন্দি দেন। আসামিদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন।
তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তানিয়া আফরোজের বাসায় এসি মেরামতের কাজ করতে গিয়ে তাঁদের মনে হয়েছিল তাঁর কাছে অনেক টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার আছে। এ জন্য তাঁরা তিনজনে মিলে সেগুলো লুটের পরিকল্পনা করেন। তিনজন মিলে প্রথমেই শিশু সন্তান দুজনকে মুখে টেপ দিয়ে বেঁধে ফেলেন। পরে তানিয়াকে খুন করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যান।
গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। সঙ্গে ছিলেন হৃদয় ও রুবেল নামের দুই সহযোগী।
তদন্তে জানা যায়, খুনিরা ওই বাসা থেকে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে। ওই নারীর মরদেহের পাশে মুখে টেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তাঁর দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে