Ajker Patrika

সাভারে ৩ মাদক কারবারি গ্রেপ্তার 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৫৫
সাভারে ৩ মাদক কারবারি গ্রেপ্তার 

আশুলিয়া ও সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তাররা হলেন সাভারের ইমান্দিপুর এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন (৪৫), সাভারের মজিদপুর এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে রিপন মিয়া (৪৬)। সাভারের পাকিজা গার্মেন্টস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ ছাড়া আশুলিয়ার জিরানী টেঙ্গুরী এলাকায় ইয়াবাসহ আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন এসআই সহিদুল ইসলাম। গ্রেপ্তার জিসান ইসলাম শিবলু টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাসিন্দা। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত