নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর সংবাদ শুনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভিড় করছেন তাঁর স্বজন ও দলের নেতা–কর্মীরা।
হাসপাতালের সামনে থেকে আজকের পত্রিকার প্রতিবেদক জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে সাঈদীর দুই ছেলে ও তাঁদের স্ত্রীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন। মরদেহ কখন বুঝে নেবেন সে বিষয়ে আলোচনা করছেন।
সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকের গেটে সামনে উপস্থিত হতে শুরু করেছেন সাঈদীর ভক্ত ও দলীয় নেতা–কর্মীরা। হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজনেরাও সেখানে এসেছেন। উপস্থিত জনতাকে নিয়ন্ত্রণ করতে হাসপাতালের আনসার ও পাশে থাকা শাহবাগ থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলে সেখানে অন্তত পাঁচ শতাধিক মানুষ সেখানে ভিড় করছেন।
ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী বলেন, ‘সাঈদীর মৃত্যুর পর বিএসএমএমইউ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
এর আগে কাশিমপুর কারাগারে থাকা সাঈদী অসুস্থ হয়ে পড়লে গতকাল রোববার তাকে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাতে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে আজ সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান।
সাঈদীকে মৃত ঘোষণার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে হাসপাতালের পরিচালক বলেন, ‘ওনার দুই ছেলে এখানে উপস্থিত আছেন। আনুষ্ঠানিকতা সেরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর সংবাদ শুনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভিড় করছেন তাঁর স্বজন ও দলের নেতা–কর্মীরা।
হাসপাতালের সামনে থেকে আজকের পত্রিকার প্রতিবেদক জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে সাঈদীর দুই ছেলে ও তাঁদের স্ত্রীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন। মরদেহ কখন বুঝে নেবেন সে বিষয়ে আলোচনা করছেন।
সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকের গেটে সামনে উপস্থিত হতে শুরু করেছেন সাঈদীর ভক্ত ও দলীয় নেতা–কর্মীরা। হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজনেরাও সেখানে এসেছেন। উপস্থিত জনতাকে নিয়ন্ত্রণ করতে হাসপাতালের আনসার ও পাশে থাকা শাহবাগ থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলে সেখানে অন্তত পাঁচ শতাধিক মানুষ সেখানে ভিড় করছেন।
ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী বলেন, ‘সাঈদীর মৃত্যুর পর বিএসএমএমইউ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
এর আগে কাশিমপুর কারাগারে থাকা সাঈদী অসুস্থ হয়ে পড়লে গতকাল রোববার তাকে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাতে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে আজ সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান।
সাঈদীকে মৃত ঘোষণার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে হাসপাতালের পরিচালক বলেন, ‘ওনার দুই ছেলে এখানে উপস্থিত আছেন। আনুষ্ঠানিকতা সেরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে