নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার প্রথম দিন সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম।
রাজধানীর মিরপুর, কল্যাণপুর, হাতিরপুল, রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজারে ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে।
প্রচুর সরবরাহ থাকার পরেও সবজির বাড়তি দামের কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে বাজারে আব্দুস সালাম বলেন, বাজারে সবজির কোনো কমতি নেই। প্রভাবও কঠোর নিষেধাজ্ঞার। সে হিসেবে সব সবজিরই দাম কমার কথা। কিন্তু সব সবজিরই দাম কিছুটা বেড়েছে। কোনরকম অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। এ অবস্থা নিরসনে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান সালাম।
এদিকে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থগিতাদেশের আগে গত রোববার রাস্তায় অতিরিক্ত যানজটের কারণে সবজি পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় দাম বেড়েছে। তবে সরবরাহের সমস্যা না থাকলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সরেজমিনে দেখা গেছে, বাজারে কোনো সবজির কমতি নেই। আলু, পটল, করলা, টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বেগুন, মূলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে ভরপুর। দাম বেড়ে প্রতি কেজি ঢেঁড়স, বেগুন, পটল, বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। যা গতকালও ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে ছিল। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আলু, পেঁপে, টমেটোও।
হাতিরপুল বাজারের বিক্রেতা আবুল কাশেম বলেন, গতকাল যে আলু ১৮ টাকায় বিক্রি করেছি তা আজ ২০ টাকা, পেঁপে ২৫ থেকে বেড়ে ৩০ টাকা আর টমেটো ২০ থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে।
তিনি বলেন, পাইকারিতে কারওয়ান বাজারে প্রতি পাল্লায় (৫ কেজি) সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে আমাদেরকে দাম কিছুটা বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। লাউয়ের দামও বেশ বেড়েছে। গত সপ্তাহে ৩০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হওয়া লাউয়ের দাম বেড়ে হয়েছে ৪০ থেকে ৬০ টাকা।
বাজারে পেঁয়াজ, আদা, রসুনের দাম নতুন করে বাড়েনি। প্রতিকেজি পেঁয়াজ ৩৫ টাকা, আদা ও রসুন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, কল্যাণপুর নতুন বাজারের মুদি দোকানি দিদার হোসেন বলেন, নিষেধাজ্ঞা ঘোষণার পরে তেল, চিনি, আটার মতো পণ্যগুলোর দাম স্থিতিশীল রয়েছে। পাইকারি বাজার খোলা থাকায় সরবরাহও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার প্রথম দিন সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম।
রাজধানীর মিরপুর, কল্যাণপুর, হাতিরপুল, রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজারে ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে।
প্রচুর সরবরাহ থাকার পরেও সবজির বাড়তি দামের কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে বাজারে আব্দুস সালাম বলেন, বাজারে সবজির কোনো কমতি নেই। প্রভাবও কঠোর নিষেধাজ্ঞার। সে হিসেবে সব সবজিরই দাম কমার কথা। কিন্তু সব সবজিরই দাম কিছুটা বেড়েছে। কোনরকম অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। এ অবস্থা নিরসনে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান সালাম।
এদিকে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থগিতাদেশের আগে গত রোববার রাস্তায় অতিরিক্ত যানজটের কারণে সবজি পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় দাম বেড়েছে। তবে সরবরাহের সমস্যা না থাকলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সরেজমিনে দেখা গেছে, বাজারে কোনো সবজির কমতি নেই। আলু, পটল, করলা, টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বেগুন, মূলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে ভরপুর। দাম বেড়ে প্রতি কেজি ঢেঁড়স, বেগুন, পটল, বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। যা গতকালও ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে ছিল। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আলু, পেঁপে, টমেটোও।
হাতিরপুল বাজারের বিক্রেতা আবুল কাশেম বলেন, গতকাল যে আলু ১৮ টাকায় বিক্রি করেছি তা আজ ২০ টাকা, পেঁপে ২৫ থেকে বেড়ে ৩০ টাকা আর টমেটো ২০ থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে।
তিনি বলেন, পাইকারিতে কারওয়ান বাজারে প্রতি পাল্লায় (৫ কেজি) সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে আমাদেরকে দাম কিছুটা বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। লাউয়ের দামও বেশ বেড়েছে। গত সপ্তাহে ৩০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হওয়া লাউয়ের দাম বেড়ে হয়েছে ৪০ থেকে ৬০ টাকা।
বাজারে পেঁয়াজ, আদা, রসুনের দাম নতুন করে বাড়েনি। প্রতিকেজি পেঁয়াজ ৩৫ টাকা, আদা ও রসুন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, কল্যাণপুর নতুন বাজারের মুদি দোকানি দিদার হোসেন বলেন, নিষেধাজ্ঞা ঘোষণার পরে তেল, চিনি, আটার মতো পণ্যগুলোর দাম স্থিতিশীল রয়েছে। পাইকারি বাজার খোলা থাকায় সরবরাহও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে