জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট হিসেবে ১৭৯ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (বিশেষ) সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিস্তারিত তথ্য উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
নতুন অর্থবছরের বাজেটে গবেষণায় ৮ কোটি ৩ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ২৫ লাখ, অন্যান্য অনুদানে ৫৮ কোটি ২১ লাখ, যন্ত্রপাতি বাবদ ৪ কোটি ৯২ লাখ, যানবাহন খাতে ৩ কোটি, তথ্যপ্রযুক্তি খাতে ১ কোটি ৭০ লাখ এবং অন্যান্য মূলধনী খাতে ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১২৮ কোটি ৬০ লাখ এবং পণ্য ও সেবায় ৮৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি বাবদ ৫৬ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণে ২৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন বাজেটে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৪৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৮৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সেনাবাহিনীর মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি, আরডিপিপি অনুমোদন এবং শিক্ষার্থীবান্ধব বাজেট প্রণয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট হিসেবে ১৭৯ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (বিশেষ) সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিস্তারিত তথ্য উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
নতুন অর্থবছরের বাজেটে গবেষণায় ৮ কোটি ৩ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ২৫ লাখ, অন্যান্য অনুদানে ৫৮ কোটি ২১ লাখ, যন্ত্রপাতি বাবদ ৪ কোটি ৯২ লাখ, যানবাহন খাতে ৩ কোটি, তথ্যপ্রযুক্তি খাতে ১ কোটি ৭০ লাখ এবং অন্যান্য মূলধনী খাতে ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১২৮ কোটি ৬০ লাখ এবং পণ্য ও সেবায় ৮৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি বাবদ ৫৬ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণে ২৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন বাজেটে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৪৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৮৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সেনাবাহিনীর মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি, আরডিপিপি অনুমোদন এবং শিক্ষার্থীবান্ধব বাজেট প্রণয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।

হোটেল কর্মচারী মিলন নিলিকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। এতে সাড়া না দেওয়ায় এবং প্রতিবাদ করায় নিলির ওপর ক্ষিপ্ত হন মিলন। পরে তিনি তাকে হত্যা করেন। এ ঘটনার পর মিলন মল্লিক তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের মান্ডা বাঁশখালী এলাকায় পালিয়ে যান।
৬ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান...
১ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
১ ঘণ্টা আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
১ ঘণ্টা আগে