নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করা হয়েছে এবং কোনো ধরনের বলপ্রয়োগ করা হয়নি।
আজ শনিবার বিকেলে (২১ জুন) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার তালেবুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইউআইইউয়ের প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী রাজধানীর নতুনবাজার মোড়ে অবস্থান নেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে তারা সড়ক অবরোধ করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। কর্মসূচির শুরুতেই দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করার অনুরোধ জানান। কিন্তু শিক্ষার্থীরা সড়ক না ছাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলেও সকাল ১০টা ৪৫ মিনিটে তারা পুনরায় সড়ক অবরোধ করেন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বলপ্রয়োগের অভিযোগে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করা হয়েছে এবং কোনো ধরনের বলপ্রয়োগ করা হয়নি।
আজ শনিবার বিকেলে (২১ জুন) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার তালেবুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইউআইইউয়ের প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী রাজধানীর নতুনবাজার মোড়ে অবস্থান নেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে তারা সড়ক অবরোধ করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। কর্মসূচির শুরুতেই দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করার অনুরোধ জানান। কিন্তু শিক্ষার্থীরা সড়ক না ছাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলেও সকাল ১০টা ৪৫ মিনিটে তারা পুনরায় সড়ক অবরোধ করেন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বলপ্রয়োগের অভিযোগে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে