
রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকায় ১০টি পথকুকুর ও একটি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় অভিযোগ দেন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর কুকুর ও বিড়ালকে হত্যার ঘটনা ঘটে।
প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক বিষ প্রয়োগে কোনো প্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া স্বেচ্ছাসেবীরা আগেই এখানকার সব পথকুকুর ও বিড়ালকে বন্ধ্যা করেছিল এবং প্রয়োজনীয় টিকা দিয়েছিলেন।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পর আদাবর থানা-পুলিশ, জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঢাকার দূর–দুরান্ত থেকে আসা প্রাণী অধিকারকর্মীরা জানতে পারেন যে, এখানকার ফ্ল্যাট মালিকেরা অনেক দিন ধরেই পথ কুকুরদের ওপর নির্যাতন করছিল এবং তাদের কেউ খাবার দিলে সেসব ব্যক্তিকেও হয়রানি করত। এ ছাড়া জেজিসি লাইফ সেফটি নামক সংগঠনের নামে কুরুচিপূর্ণ ব্যানার বানিয়ে এলাকার বিভিন্ন অংশে টাঙিয়ে দেওয়া হয়। হত্যার জন্য খাবারে বিষপ্রয়োগ ও হত্যার উসকানি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাইলে মালিকদের সংগঠনের জেনারেল সেক্রেটারি শাহানুর নানা অজুহাত দেখান। এর আগে গত মার্চ মাসে কুকুরদের খাবার দেওয়ার অপরাধে দুজন নারী শিক্ষার্থীকে অপদস্থ করা হয়। এমনকি সরকারদলীয় গুন্ডাদের ডেকে এনে স্বেচ্ছাসেবীদের ভয় দেখানোর নজিরও আছে।
এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক আইনি ব্যবস্থা ও তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে এলাকাবাসী ও প্রাণী অধিকারকর্মীদের পক্ষে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় একটি অভিযোগ দেন।
এ ছাড়া এ ঘটনায় আরও মামলা ও অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। শনিবার বিকেলে বিচারের দাবিতে জাপান গার্ডেন সিটির সামনে বিক্ষোভ করেন প্রাণী অধিকারকর্মীরা। সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে জানতে চায়।
এ ছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবহিত করলে, তিনি ময়নাতদন্তসহ আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৬ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৬ মিনিট আগে