আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকায় ১০টি পথকুকুর ও একটি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় অভিযোগ দেন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর কুকুর ও বিড়ালকে হত্যার ঘটনা ঘটে।
প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক বিষ প্রয়োগে কোনো প্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া স্বেচ্ছাসেবীরা আগেই এখানকার সব পথকুকুর ও বিড়ালকে বন্ধ্যা করেছিল এবং প্রয়োজনীয় টিকা দিয়েছিলেন।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পর আদাবর থানা-পুলিশ, জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঢাকার দূর–দুরান্ত থেকে আসা প্রাণী অধিকারকর্মীরা জানতে পারেন যে, এখানকার ফ্ল্যাট মালিকেরা অনেক দিন ধরেই পথ কুকুরদের ওপর নির্যাতন করছিল এবং তাদের কেউ খাবার দিলে সেসব ব্যক্তিকেও হয়রানি করত। এ ছাড়া জেজিসি লাইফ সেফটি নামক সংগঠনের নামে কুরুচিপূর্ণ ব্যানার বানিয়ে এলাকার বিভিন্ন অংশে টাঙিয়ে দেওয়া হয়। হত্যার জন্য খাবারে বিষপ্রয়োগ ও হত্যার উসকানি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাইলে মালিকদের সংগঠনের জেনারেল সেক্রেটারি শাহানুর নানা অজুহাত দেখান। এর আগে গত মার্চ মাসে কুকুরদের খাবার দেওয়ার অপরাধে দুজন নারী শিক্ষার্থীকে অপদস্থ করা হয়। এমনকি সরকারদলীয় গুন্ডাদের ডেকে এনে স্বেচ্ছাসেবীদের ভয় দেখানোর নজিরও আছে।
এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক আইনি ব্যবস্থা ও তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে এলাকাবাসী ও প্রাণী অধিকারকর্মীদের পক্ষে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় একটি অভিযোগ দেন।
এ ছাড়া এ ঘটনায় আরও মামলা ও অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। শনিবার বিকেলে বিচারের দাবিতে জাপান গার্ডেন সিটির সামনে বিক্ষোভ করেন প্রাণী অধিকারকর্মীরা। সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে জানতে চায়।
এ ছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবহিত করলে, তিনি ময়নাতদন্তসহ আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকায় ১০টি পথকুকুর ও একটি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় অভিযোগ দেন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর কুকুর ও বিড়ালকে হত্যার ঘটনা ঘটে।
প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক বিষ প্রয়োগে কোনো প্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া স্বেচ্ছাসেবীরা আগেই এখানকার সব পথকুকুর ও বিড়ালকে বন্ধ্যা করেছিল এবং প্রয়োজনীয় টিকা দিয়েছিলেন।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পর আদাবর থানা-পুলিশ, জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঢাকার দূর–দুরান্ত থেকে আসা প্রাণী অধিকারকর্মীরা জানতে পারেন যে, এখানকার ফ্ল্যাট মালিকেরা অনেক দিন ধরেই পথ কুকুরদের ওপর নির্যাতন করছিল এবং তাদের কেউ খাবার দিলে সেসব ব্যক্তিকেও হয়রানি করত। এ ছাড়া জেজিসি লাইফ সেফটি নামক সংগঠনের নামে কুরুচিপূর্ণ ব্যানার বানিয়ে এলাকার বিভিন্ন অংশে টাঙিয়ে দেওয়া হয়। হত্যার জন্য খাবারে বিষপ্রয়োগ ও হত্যার উসকানি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাইলে মালিকদের সংগঠনের জেনারেল সেক্রেটারি শাহানুর নানা অজুহাত দেখান। এর আগে গত মার্চ মাসে কুকুরদের খাবার দেওয়ার অপরাধে দুজন নারী শিক্ষার্থীকে অপদস্থ করা হয়। এমনকি সরকারদলীয় গুন্ডাদের ডেকে এনে স্বেচ্ছাসেবীদের ভয় দেখানোর নজিরও আছে।
এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক আইনি ব্যবস্থা ও তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে এলাকাবাসী ও প্রাণী অধিকারকর্মীদের পক্ষে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় একটি অভিযোগ দেন।
এ ছাড়া এ ঘটনায় আরও মামলা ও অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। শনিবার বিকেলে বিচারের দাবিতে জাপান গার্ডেন সিটির সামনে বিক্ষোভ করেন প্রাণী অধিকারকর্মীরা। সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে জানতে চায়।
এ ছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবহিত করলে, তিনি ময়নাতদন্তসহ আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে