আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকায় ১০টি পথকুকুর ও একটি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় অভিযোগ দেন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর কুকুর ও বিড়ালকে হত্যার ঘটনা ঘটে।
প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক বিষ প্রয়োগে কোনো প্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া স্বেচ্ছাসেবীরা আগেই এখানকার সব পথকুকুর ও বিড়ালকে বন্ধ্যা করেছিল এবং প্রয়োজনীয় টিকা দিয়েছিলেন।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পর আদাবর থানা-পুলিশ, জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঢাকার দূর–দুরান্ত থেকে আসা প্রাণী অধিকারকর্মীরা জানতে পারেন যে, এখানকার ফ্ল্যাট মালিকেরা অনেক দিন ধরেই পথ কুকুরদের ওপর নির্যাতন করছিল এবং তাদের কেউ খাবার দিলে সেসব ব্যক্তিকেও হয়রানি করত। এ ছাড়া জেজিসি লাইফ সেফটি নামক সংগঠনের নামে কুরুচিপূর্ণ ব্যানার বানিয়ে এলাকার বিভিন্ন অংশে টাঙিয়ে দেওয়া হয়। হত্যার জন্য খাবারে বিষপ্রয়োগ ও হত্যার উসকানি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাইলে মালিকদের সংগঠনের জেনারেল সেক্রেটারি শাহানুর নানা অজুহাত দেখান। এর আগে গত মার্চ মাসে কুকুরদের খাবার দেওয়ার অপরাধে দুজন নারী শিক্ষার্থীকে অপদস্থ করা হয়। এমনকি সরকারদলীয় গুন্ডাদের ডেকে এনে স্বেচ্ছাসেবীদের ভয় দেখানোর নজিরও আছে।
এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক আইনি ব্যবস্থা ও তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে এলাকাবাসী ও প্রাণী অধিকারকর্মীদের পক্ষে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় একটি অভিযোগ দেন।
এ ছাড়া এ ঘটনায় আরও মামলা ও অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। শনিবার বিকেলে বিচারের দাবিতে জাপান গার্ডেন সিটির সামনে বিক্ষোভ করেন প্রাণী অধিকারকর্মীরা। সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে জানতে চায়।
এ ছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবহিত করলে, তিনি ময়নাতদন্তসহ আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকায় ১০টি পথকুকুর ও একটি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় অভিযোগ দেন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর কুকুর ও বিড়ালকে হত্যার ঘটনা ঘটে।
প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক বিষ প্রয়োগে কোনো প্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া স্বেচ্ছাসেবীরা আগেই এখানকার সব পথকুকুর ও বিড়ালকে বন্ধ্যা করেছিল এবং প্রয়োজনীয় টিকা দিয়েছিলেন।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পর আদাবর থানা-পুলিশ, জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঢাকার দূর–দুরান্ত থেকে আসা প্রাণী অধিকারকর্মীরা জানতে পারেন যে, এখানকার ফ্ল্যাট মালিকেরা অনেক দিন ধরেই পথ কুকুরদের ওপর নির্যাতন করছিল এবং তাদের কেউ খাবার দিলে সেসব ব্যক্তিকেও হয়রানি করত। এ ছাড়া জেজিসি লাইফ সেফটি নামক সংগঠনের নামে কুরুচিপূর্ণ ব্যানার বানিয়ে এলাকার বিভিন্ন অংশে টাঙিয়ে দেওয়া হয়। হত্যার জন্য খাবারে বিষপ্রয়োগ ও হত্যার উসকানি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাইলে মালিকদের সংগঠনের জেনারেল সেক্রেটারি শাহানুর নানা অজুহাত দেখান। এর আগে গত মার্চ মাসে কুকুরদের খাবার দেওয়ার অপরাধে দুজন নারী শিক্ষার্থীকে অপদস্থ করা হয়। এমনকি সরকারদলীয় গুন্ডাদের ডেকে এনে স্বেচ্ছাসেবীদের ভয় দেখানোর নজিরও আছে।
এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক আইনি ব্যবস্থা ও তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে এলাকাবাসী ও প্রাণী অধিকারকর্মীদের পক্ষে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাজী নওশাবা আহমেদ শনিবার (২৩ নভেম্বর) আদাবর থানায় একটি অভিযোগ দেন।
এ ছাড়া এ ঘটনায় আরও মামলা ও অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। শনিবার বিকেলে বিচারের দাবিতে জাপান গার্ডেন সিটির সামনে বিক্ষোভ করেন প্রাণী অধিকারকর্মীরা। সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে জানতে চায়।
এ ছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবহিত করলে, তিনি ময়নাতদন্তসহ আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে