নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রামীণ টেলিকম থেকে শ্রমিকদের পাওনা আদায়ের মামলায় আইনজীবী ইউসুফ আলী ফি হিসেবে ১৬ কোটি টাকা পেয়েছেন। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ইউসুফ আলীর আইনজীবীরা এই তথ্য জানান। এর বাইরে ১০ কোটি অন্যান্য ফিও রয়েছে বলে জানান আদালত।
এ সময় আদালত বলেন, মানুষের যেন ন্যূনতম সন্দেহ না থাকে, হলফনামা দিয়ে তা পরিষ্কার করুন। স্পষ্ট করে হলফনামা দিয়ে বলুন, কত ফি নিয়েছেন। আদালত হলফনামা দিতে আরও দুই দিন সময় দিয়েছেন।
আদালতে ইউসুফের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম, সাঈদ আহমেদ রাজা, রবিউল আলম বুদু ও অনীক আর হক।
গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে রিটকারীদের কাছ থেকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার অভিযোগ উঠেছিল আইনজীবী ইউসুফ আলীর বিরুদ্ধে। পরে তাঁর সব ব্যাংক হিসাব জব্দ করা হয় বলে ৩ জুলাই সাংবাদিকদের জানান তিনি নিজেই।
আইনজীবী আহসানুল করিম আজ সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকেরা যে টাকা পেয়েছেন তার মধ্যে ৬ শতাংশ টাকা লিগ্যাল ফি এবং অন্যান্য ফি হিসেবে দেখানো হয়েছে। ৬ শতাংশ ফি হিসেবে ২৬ কোটি টাকা হয়। এর মধ্যে আইনজীবীর ফি ১৬ কোটি এবং ১০ কোটি অন্যান্য ফি। আদালত অন্যান্য ফি ১০ কোটি টাকা কেন সেটি স্পষ্ট করে হলফনামা দিতে বলেছেন।’
এদিকে আইনজীবী ইউসুফ আলীর বিতর্কিত ফি এবং ড. মুহম্মদ ইউনূস সম্পর্কে বাজে মন্তব্য করার বিষয়ে কেন তদন্ত করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৭ জুলাই রুল জারি করেন হাইকোর্ট। এর আগে ১২ কোটি টাকা ফি নেওয়ার অভিযোগ তদন্ত করতে রিট করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই সময় ব্যারিস্টার আশরাফ বলেন, ‘এই ইউসুফ আলী গ্রামীণ টেলিকমেরই আইনজীবী। তিনিই আবার গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেছেন। যা বার কাউন্সিল আদেশ অনুযায়ী পেশাগত অসদাচরণ।’

গ্রামীণ টেলিকম থেকে শ্রমিকদের পাওনা আদায়ের মামলায় আইনজীবী ইউসুফ আলী ফি হিসেবে ১৬ কোটি টাকা পেয়েছেন। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ইউসুফ আলীর আইনজীবীরা এই তথ্য জানান। এর বাইরে ১০ কোটি অন্যান্য ফিও রয়েছে বলে জানান আদালত।
এ সময় আদালত বলেন, মানুষের যেন ন্যূনতম সন্দেহ না থাকে, হলফনামা দিয়ে তা পরিষ্কার করুন। স্পষ্ট করে হলফনামা দিয়ে বলুন, কত ফি নিয়েছেন। আদালত হলফনামা দিতে আরও দুই দিন সময় দিয়েছেন।
আদালতে ইউসুফের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম, সাঈদ আহমেদ রাজা, রবিউল আলম বুদু ও অনীক আর হক।
গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে রিটকারীদের কাছ থেকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার অভিযোগ উঠেছিল আইনজীবী ইউসুফ আলীর বিরুদ্ধে। পরে তাঁর সব ব্যাংক হিসাব জব্দ করা হয় বলে ৩ জুলাই সাংবাদিকদের জানান তিনি নিজেই।
আইনজীবী আহসানুল করিম আজ সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকেরা যে টাকা পেয়েছেন তার মধ্যে ৬ শতাংশ টাকা লিগ্যাল ফি এবং অন্যান্য ফি হিসেবে দেখানো হয়েছে। ৬ শতাংশ ফি হিসেবে ২৬ কোটি টাকা হয়। এর মধ্যে আইনজীবীর ফি ১৬ কোটি এবং ১০ কোটি অন্যান্য ফি। আদালত অন্যান্য ফি ১০ কোটি টাকা কেন সেটি স্পষ্ট করে হলফনামা দিতে বলেছেন।’
এদিকে আইনজীবী ইউসুফ আলীর বিতর্কিত ফি এবং ড. মুহম্মদ ইউনূস সম্পর্কে বাজে মন্তব্য করার বিষয়ে কেন তদন্ত করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৭ জুলাই রুল জারি করেন হাইকোর্ট। এর আগে ১২ কোটি টাকা ফি নেওয়ার অভিযোগ তদন্ত করতে রিট করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই সময় ব্যারিস্টার আশরাফ বলেন, ‘এই ইউসুফ আলী গ্রামীণ টেলিকমেরই আইনজীবী। তিনিই আবার গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেছেন। যা বার কাউন্সিল আদেশ অনুযায়ী পেশাগত অসদাচরণ।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে